

জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ওয়ানডে সিরিজের জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স বিশ্রাম পেয়েছেন, দলে ফিরেছেন অ্যাডাম জাম্পা।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে থাকা মিচেল সুইপসন, জশ ইংলিশ, জাই রিচার্ডসন ও ম্যাথু কুনেমান জায়গা হারিয়েছেন। প্রথম সন্তান জন্মের জন্য নেই ট্রাভিস হেড।
সাইড স্ট্রেইনে শ্রীলঙ্কার বিপক্ষে ছিটকে যাওয়া অ্যাশটন অ্যাগার ফিরেছেন, ইনজুরি কাটিয়ে ফিরেছেন শন অ্যাবটও। ফিরেছেন মার্কাস স্টয়নিসও।
SQUAD: Coming for you, FNQ!
This Aussie men’s team will soon embark on twin ODI series against the @ZimCricketv & the @BLACKCAPS in Townsville and Cairns! pic.twitter.com/RQXW7C5cpF
— Cricket Australia (@CricketAus) July 18, 2022
অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড-
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, ক্যামেরুন গ্রিন, জশ হ্যাজেলউড, মারনাস লাবুশেইন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের সূচি-
২৮ আগস্ট- ১ম ওয়ানডে, রিভারওয়ে স্টেডিয়াম, টাউন্সভিল
৩১ আগস্ট- ২য় ওয়ানডে, রিভারওয়ে স্টেডিয়াম, টাউন্সভিল
৩ সেপ্টেম্বর- ৩য় ওয়ানডে, রিভারওয়ে স্টেডিয়াম, টাউন্সভিল
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের সূচি-
৬ সেপ্টেম্বর- ১ম ওয়ানডে, ক্যাজালিস স্টেডিয়াম, কেয়ার্নস
৮ সেপ্টেম্বর- ২য় ওয়ানডে, ক্যাজালিস স্টেডিয়াম, কেয়ার্নস
১১ সেপ্টেম্বর- ৩য় ওয়ানডে, ক্যাজালিস স্টেডিয়াম, কেয়ার্নস ।
Tickets go on sale TODAY to ACF members, with general public tickets available later this week.
Join: https://t.co/oxKnYpEwao pic.twitter.com/xAb477vtDd
— Cricket Australia (@CricketAus) July 18, 2022