

তিন হাফ সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে গলে টেস্টে চালকের আসনে রয়েছে শ্রীলঙ্কা। ৩য় দিন শেষে ২য় ইনিংসে ৯ উইকেটে ৩২৯ রান করেছে লঙ্কানরা, লিড পেয়েছে ৩৩৩ রানের।
১ উইকেটে ৩৬ রান নিয়ে দিন শুরু করে শ্রীলঙ্কা। নাইটওয়াচম্যান কাসুন রাজিথা দ্রুতই ফিরে যান। এরপর ৩য় উইকেটে ৯১ রানের জুটি হয় ওশাদা ফার্নান্ডো ও কুশল মেন্ডিসের মধ্যে।
২ জনই অর্ধশতকের দেখা পান। ওশাদা ৬৪ ও কুশল ৭৬ রান করেন। মোহাম্মদ নওয়াজ ও ইয়াসির শাহের স্পিনের কল্যানে লড়াইয়ে ফিরে আসে পাকিস্তান।
তবে ১ম ইনিংসের মত ২য় ইনিংসেও ইনফর্ম ব্যাটসম্যান দীনেশ চান্দিমালের দায়িত্বশীল ব্যাটিং লঙ্কানদের বড় লিডের ভিত গড়ে দেয়। লোয়ার অর্ডারের ছোট অথচ কার্যকরী জুটিতে দলকে নিরাপদে স্থানে নিয়ে যান তিনি।
৮৬ রানে অপরাজিত আছেন চান্দিমাল। ১২১ বলের ইনিংসে হাকিয়েছেন ৫ চার ও ২ ছয়।
নওয়াজ ৫টি ও ইয়াসির ৩টি উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোরঃ ৩য় দিন শেষে
শ্রীলঙ্কার ১ম ইনিংসঃ ২২২/১০ (৬৫.১), ওশাদা ৩৫, করুণারত্নে ১, কুশল ২১, ম্যাথুজ ০, চান্দিমাল ৭৬, ধনঞ্জয়া ১৪, ডিকওয়েলা ৪, রমেশ ১১, প্রভাত ৩, থিকশানা ৩৮, রাজিথা ১২*; শাহীন আফ্রিদি ১৪.১-৩-৫৮-৪, হাসান ১২-২-২৩-২, নাসিম ১৩-০-৫৩-১, ইয়াসির ২১-৪-৬৬-২, নওয়াজ ৬-২-১৮-১
পাকিস্তানের ১ম ইনিংসঃ ২১৮/১০ (৯০.৫), শফিক ১৩, ইমাম ২, আজহার ৩, বাবর ১১৯, রিজওয়ান ১৯, সালমান ৫, নওয়াজ ৫, শাহীন আফ্রিদি ০, ইয়াসির ১৮, হাসান ১৭, নাসিম ৫* ; রাজিথা ১১-২-৪২-১, থিকশানা ২৫.৫-৬-৬৮-২, প্রভাত ৩৯-১০-৮২-৫, রমেশ ১৩-২-১৮-২
শ্রীলঙ্কার ২য় ইনিংসঃ ৩২৯/৯ (৯৬), ওশাদা ৬৪, করুণারত্নে ১৬, রাজিথা ৭, কুশল ৭৬, ম্যাথুজ ৯, চান্দিমাল ৮৬*, ধনঞ্জয়া ২০, ডিকওয়েলা ১২, রমেশ ২২, থিকশানা ১১, প্রভাত ৪*; নওয়াজ ২৮-২-৮৮-৫, ইয়াসির ২৯-২-১২২-৩, হাসান ১০-৩-১৫-১
শ্রীলঙ্কা ৩৩৩ রানে এগিয়ে।