

আচমকা ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিলেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস। সোমবার (১৮ জুলাই) বেন স্টোকস ঘোষণা করেন যে মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর আর ওয়ানডে ক্রিকেট খেলবেন না।
ইংল্যান্ডের ২০১৯ বিশ্বকাপ জয়ের নায়ক বেন স্টোকস ৫০ ওভারি ফরম্যাটে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন ১০৪ ম্যাচে। মঙ্গলবার চেস্টার লি স্ট্রিটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে তার ওয়ানডে যাত্রা।
এখন অব্দি ১০৪ ওয়ানডেতে ৮৯ ইনিংসে ব্যাট করে স্টোকস করেছেন ২৯১৯ রান। ৩৯.৪৪ গড়ে রান করা স্টোকসের সেঞ্চুরি ৩, ফিফটি ২১ টি।
বল হাতে নিয়েছেন ৮৭ ইনিংসে। যেখানে ৪১.৭৯ গড়ে স্টোকসের উইকেট ৭৪ টি। ম্যাচে ১ বার করে পেয়েছেন ৪ ও ৫ উইকেট।
❤️🏴 pic.twitter.com/xTS5oNfN2j
— Ben Stokes (@benstokes38) July 18, 2022
এক দীর্ঘ বার্তায় বেন স্টোকস লেখেন, ‘আমি ইংল্যান্ডের পক্ষে শেষ ওয়ানডে খেলব মঙ্গলবার, ডারহামে। আমি এই ফরম্যাট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। এটা একটা কঠিন সিদ্ধান্ত ছিল। আমি আমার ইংল্যান্ডের সতীর্থদের সঙ্গে খেলা প্রতিটি মিনিট উপভোগ করেছি। আমাদের একসঙ্গে যাত্রাটা দারুণ ছিল।’
‘সিদ্ধান্ত নেওয়াটা কঠিন হলেও এটা বুঝতে পারা কঠিন ছিল না যে এই ফরম্যাটে আমি সতীর্থদের শতভাগ দিতে পারছিলাম না। ইংল্যান্ডের জার্সি যেই পরুক না কেনো সেটা তার থেকে শতভাগের কম ডিজার্ভ করে না।’
‘তিন ফরম্যাট একসাথে খেলা এখন আমার পক্ষে সম্ভব না। এটা শুধু একারণে নয় যে ব্যস্ত সূচি আমার শরীর নিতে পারছে না, একারণেও যে আমি মনে করি অন্য কেউ যে জস বাটলার ও দলকে তার সবটা দেবে তার জায়গা আমি ধরে রেখেছি। এখন অন্য কারও এটা সময় ক্রিকেটার হিসাবে উন্নতি করার এবং আমার ১১ বছরে যেমন সুখস্মৃতি আছে তেমন স্মৃতি তৈরি করা।’
‘টেস্ট ক্রিকেটকে আমি আমার সর্বস্ব নিংড়ে দিব। এবং এই সিদ্ধান্তের পর আমি আমার পূর্ণ মনযোগ টি-টোয়েন্টি ফরম্যাটেও দিতে পারব।’
‘আমি জস বাটলার, ম্যাথু মট (কোচ), ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের সাফল্য কামনা করিছি। আমরা সাদা বলের ক্রিকেটে গেল ৭ বছর দারুণ এক দল গড়ে তুলেছি। এবং ভবিষ্যত উজ্জ্বল।’
‘আমি এখন অব্দি খেলা ১০৪ ওয়ানডে ভালবেসেছি, আরও একটি বাকি আছে। শেষটা আমার হোম গ্রাউন্ড ডারহামে হওয়াতে দারুণ লাগছে।’
‘বরাবরের অত ইংল্যান্ড সমর্থকরা আমাকে সমর্থন করবে। তোমরা পৃথিবীর সেরা সমর্থক। আমি আশা করি আমরা মঙ্গলবার জিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শুরু করব। ধন্যবাদ।’
“I have loved every minute of playing with my mates for England. We have had an incredible journey on the way.” ❤️
— England Cricket (@englandcricket) July 18, 2022