

বাবর আজমের অসাধারণ এক সেঞ্চুরিতে গলে টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। ২১৮ রানে নিজেদের ১ম ইনিংস শেষ করে তারা। ৪ রানে এগিয়ে থেকে ২য় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২য় দিন শেষে ১ উইকেটে ৩৬ রান করেছে লঙ্কানরা। শ্রীলঙ্কা লিড পেয়েছে ৪০ রানের।
২ উইকেটে ২৪ রান নিয়ে দিন শুরু করা পাকিস্তান প্রভাথ জয়সুরিয়ার স্পিন বিষে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ৮৫ রানে ৭ উইকেট হারায় তারা। খাদের কিনারা থেকে দলকে টেনে তোলেন বাবর।
৮ম উইকেটে ইয়াসির শাহের সাথে ২৭ ও ৯ম উইকেটে হাসান আলির সাথে ৩২ রানের জুটি গড়েন বাবর। তবে শেষ উইকেট জুটিতে নাসিম শাহের সাথে সর্বোচ্চ ৭০ রানের রেকর্ড জুটি গড়েন তিনি, যেখানে নাসিমের অবদান মাত্র ৫ রান।
শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ১১৯ রান করেন বাবর। ২৪৪ বলের ইনিংসে ১১ চার ও ২ ছয় হাঁকান তিনি।
লঙ্কানদের পক্ষে প্রভাত ৫টি এবং মাহিশ থিকশানা ও রমেশ মেন্ডিস ২টি করে উইকেট পান।
শ্রীলঙ্কা তাদের ২য় ইনিংসে একমাত্র উইকেটটি হারায় অধিনায়ক দিমুথ করুণারত্নের (১৬)। ওশাদা ফার্নান্ডো ১৭ ও কাসুন রাজিথা ৩ রান নিয়ে ৩য় দিনে ব্যাট করতে নামবেন।
একমাত্র উইকেটটি নেন মোহাম্মদ নেওয়াজ।
সংক্ষিপ্ত স্কোরঃ ২য় দিন শেষে
শ্রীলঙ্কার ১ম ইনিংসঃ ২২২/১০ (৬৫.১), ওশাদা ৩৫, করুণারত্নে ১, কুশল ২১, ম্যাথুস ০, চান্দিমাল ৭৬, ধনঞ্জয়া ১৪, ডিকওয়েলা ৪, রমেশ ১১, প্রভাথ ৩, থিকশানা ৩৮, রাজিথা ১২*; শাহীন আফ্রিদি ১৪.১-৩-৫৮-৪, হাসান ১২-২-২৩-২, নাসিম ১৩-০-৫৩-১, ইয়াসির ২১-৪-৬৬-২, নওয়াজ ৬-২-১৮-১
পাকিস্তানের ১ম ইনিংসঃ ২১৮/১০ (৯০.৫), শফিক ১৩, ইমাম ২, আজহার ৩, বাবর ১১৯, রিজওয়ান ১৯, সালমান ৫, নওয়াজ ৫, শাহীন আফ্রিদি ০, ইয়াসির ১৮, হাসান ১৭, নাসিম ৫* ; রাজিথা ১১-২-৪২-১, থিকশানা ২৫.৫-৬-৬৮-২, প্রভাত ৩৯-১০-৮২-৫, রমেশ ১৩-২-১৮-২
শ্রীলঙ্কার ২য় ইনিংসঃ ৩৬/১ (১১.৫), ওশাদা ১৭*, করুণারত্নে ১৬, রাজিথা ৩*; নওয়াজ ৫-০-১২-১
শ্রীলঙ্কা ৪০ রানে এগিয়ে।