

পাকিস্তান অধিনায়ক বাবর আজম আন্তর্জাতিক ক্রিকেটে ১০,০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন। গলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে দশ হাজারি ক্লাবের অংশ হন তিনি।
মাত্র ২২৮ ইনিংসে ১০,০০০ রানের গন্ডি পার করলেন বাবর। সবমিলে ৮৮ তম ক্রিকেটার হিসাবে এই মাইলফলক স্পর্শ করেন তিনি।
🌟 1⃣0⃣,0⃣0⃣0⃣ international runs 🌟
Congratulations skipper @babarazam258 on becoming the 11th 🇵🇰 batter to accomplish this major milestone 👏#SLvPAK | #BackTheBoysInGreen pic.twitter.com/hQV28gmn9O
— Pakistan Cricket (@TheRealPCB) July 17, 2022
অবশ্য ইনিংসের বিচারে দশ হাজারি ক্লাবে প্রবেশ করা দ্রুততম ক্রিকেটারদের তালিকায় বাবরের অবস্থান ৫ নম্বরে।
২০৬ ইনিংসে আন্তর্জাতিক ক্রিকেটে ১০,০০০ রান পুর্ণ করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের স্যার ভিভিয়ান রিচার্ডস। দক্ষিণ আফ্রিকার হাশিম আমলার লেগেছিল ২১৭ ইনিংস। আরেক উইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারার লেগেছিল ২২০ ইনিংস। জো রুট করেছিলেন ২২২ ইনিংসে। এই চারজনের পরেই আছেন বাবর আজম।
শুধু এশিয়ান ব্যাটারদের তালিকা করলে অবশ্য বাবর আজম সবার উপরে। এতদিন ২৩২ ইনিংসে ১০,০০০ আন্তর্জাতিক রান করা ভিরাট কোহলি ছিলেন এশিয়ান ব্যাটারদের লিডার। তাকে দুইয়ে ঠেলে শীর্ষে বসলেন বাবর আজম।
ভারতের সুনীল গাভাস্কারের খেলতে হয়েছিল ২৪৩ ইনিংস। বাবরের স্বদেশী জাভেদ মিয়াদাদ ২৪৮ ইনিংসে পুর্ণ করে আছেন দ্রুততম এশিয়ানদের মধ্যে ৪ নম্বরে। ৫ নম্বরে থাকা সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলির লেগেছিল ২৫৩ ইনিংস।
পাকিস্তানের হয়ে মোট ১১ ক্রিকেটার (বাবর আজম সহ) আন্তর্জাতিক ক্রিকেটে ১০,০০০ এর বেশি রান করেছেন। ৫৪৭ ইনিংসে ২০,৫৪১ রান নিয়ে সবার উপরে ইনজামাম উল হক।
👑 @babarazam258 on 🔝
Phenomenal consistency across formats 💪#SLvPAK | #BackTheBoysInGreen pic.twitter.com/oWVrS0rjh4
— Pakistan Cricket (@TheRealPCB) July 17, 2022