

টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে পাত্তা না পেলেও স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। প্রথম দুই ওয়ানডেতে জিতে আগেই সিরিজ জিতে নেওয়া বাংলাদেশ আজ নামছে হোয়াইটওয়াশ করার মিশনে।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ৩য় ও শেষ ওয়ানডেতে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।
একটি পরিবর্তন নিয়ে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। শরিফুল ইসলামের বদলে সুযোগ মিলেছে আরেক স্পিনারের। ওয়েস্ট ইন্ডিজে বদল এসেছে একটি। কার্টিকে জায়গা দিতে বাদ পড়েছেন অ্যান্ডারসন কাইল মায়ের্স।
বাংলাদেশ একাদশ-
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ-
নিকোলাস পুরান (অধিনায়ক), শাই হোপ (সহ অধিনায়ক), শামার ব্রুকস, আকিল হোসেন, ব্রেন্ডন কিং, কেসি কার্টি, গুদাকেশ মতি, কিমো পল, রভম্যান পাওয়েল, আলঝারি জোসেফ ও রোমারিও শেফার্ড।