

৬৪ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করেছিলেন মেহেদী হাসান মিরাজ। ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় সেরা দশের বাইরে ছিলেন। তবে দুই ম্যাচেই দাপুটে পারফরম্যান্সে উঠে এসেছেন মিরাজ।
প্রিয় প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে ৩৬ রানে ৩ উইকেট। ম্যাচসেরার পুরস্কার জেতা মিরাজ উঠে আসেন যৌথভাবে ৯ম স্থানে। যেখানে তার সঙ্গী ছিলেন তাসকিন আহমেদ ও খালেদ মাহমুদ সুজন।
এই দুজনকে ছাড়াতে ২য় ম্যাচে নিলেন ৪ উইকেট। তাসকিন-সুজনদের ছাড়ানোর সাথে ছাড়ালেন ৭০ উইকেটের মালিক শফিউল ইসলামকেও।
৬০ ম্যাচের ৫৯ ইনিংসে বল করা মেহেদী হাসান মিরাজ এখন বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের ৮ম সর্বোচ্চ উইকেটের মালিক।
এই তালিকার শীর্ষে আছেন সাকিব আল হাসান। ২১৮ ইনিংসে ২৮৫ উইকেট ঝুলিতে পুরেছেন তিনি। ২ নম্বরে থাকা মাশরাফি সাকিবের সমান ইনিংসে বল করে পেয়েছেন ২৬৯ উইকেট। ১৫২ ইনিংসে ২০৭ উইকেট নিয়ে ৩ নম্বরে আছেন আব্দুর রাজ্জাক।
ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক-
১. সাকিব আল হাসান- ২৮৫
২. মাশরাফি বিন মর্তুজা- ২৬৯
৩. আব্দুর রাজ্জাক- ২০৭
৪. মুস্তাফিজুর রহমান- ১৩২
৫. রুবেল হোসেন- ১২৯
৬. মোহাম্মদ রফিক- ১১৯
৭. মাহমুদউল্লাহ রিয়াদ- ৮১
৮. মেহেদী হাসান মিরাজ- ৭১
৯. শফিউল ইসলাম- ৭০
১০. তাসকিন আহমেদ- ৬৭।
ওয়ানডে ফরম্যাটে ধারাবাহিক পারফরম্যান্সের প্রতিফলন এসেছে আইসিসি র্যাংকিংয়ে। সর্বশেষ হালনাগাদকৃত আইসিসি র্যাংকিংয়ে (ওয়ানডে) বোলারদের তালিকায় মেহেদী হাসান মিরাজের অবস্থান ৬ নম্বরে।
আইসিসির হালনাগাদকৃত র্যাংকিং অনুযায়ী শীর্ষ ১০ বোলার (ওয়ানডে)-
১. জাসপ্রীত বুমরাহ (ভারত)- ৭১৮
২. ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)- ৭১২
৩. শাহীন শাহ আফ্রিদি (পাকিস্তান)- ৬৮১
৪. জশ হ্যাজেলউড (অস্ট্রেলিয়া)- ৬৭৯
৫. মুজিব উর রহমান (আফগানিস্তান)- ৬৭৬
৬. মেহেদী হাসান মিরাজ (বাংলাদেশ)- ৬৭৫
৭. ক্রিস ওকস (ইংল্যান্ড)- ৬৭৩
৮. ম্যাট হেনরি (নিউজিল্যান্ড)- ৬৭২
৯. মোহাম্মদ নবি (আফগানিস্তান)- ৬৫৭
১০. রাশিদ খান (আফগানিস্তান)- ৬৫১