

আইসিসি (দ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) আজ (১৩ জুলাই) র্যাংকিংয়ের হালনাগাদ করেছে। টি-টোয়েন্টি ফরম্যাটে ক্রিকেটারদের অবস্থানের বদল এসেছে।
ইংল্যান্ডের বিপক্ষে ৩য় ম্যাচে দাপুটে সেঞ্চুরি করা ভারতের সুরিয়াকুমার যাদব এগিয়েছেন ৪৪ ধাপ। ম্যাচ হারলেও ১১৭ রানের ইনিংস খেলে ক্যারিয়ার সেরা ৫ নম্বর অবস্থানে উঠে এসেছেন তিনি।
বাংলাদেশের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে অপরাজিত ৭৪ রানের ইনিংস খেলে নিকোলাস পুরান এগিয়েছেন ৫ ধাপ, আছেন ৮ নম্বরে।
ভারতীয় সিমার ভুবনেশ্বর কুমার ৭ ধাপ এগিয়ে উঠে এসেছেন ক্যারিয়ার সেরা ৭ নম্বরে। বাংলাদেশের অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ ২ ধাপ এগিয়ে উঠে এসেছেন সেরা পনের তে।
উন্নতি হয়েছে ইংল্যান্ডের ক্রিস জর্ডান (৬ ধাপ এগিয়ে ১৮ তে), ভারতীয় লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল (২ ধাপ এগিয়ে ১৯ এ), হারশাল প্যাটেল (১০ ধাপ এগিয়ে ২৩ এ), জাসপ্রীত বুমরাহ (৬ ধাপ এগিয়ে ২৭ এ) দেরও।
আইসিসির হালনাগাদকৃত র্যাংকিং অনুযায়ী শীর্ষ ১০ ব্যাটার (টি-টোয়েন্টি)-
১. বাবর আজম (পাকিস্তান)- ৮১৮
২. মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান)- ৭৯৪
৩. এইডেন মার্করাম (দক্ষিণ আফ্রিকা)- ৭৫৭
৪. ডেভিড মালান (ইংল্যান্ড)- ৭৫৪
৫. সুরিয়াকুমার যাদব (ভারত)- ৭৩২
৬. অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া)- ৭১৬
৭. ডেভন কনওয়ে (নিউজিল্যান্ড)- ৭০৩
৮. নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ)- ৬৬৭
৯. পাথুম নিসাঙ্কা (শ্রীলঙ্কা)- ৬৬১
১০. র্যাসি ভ্যান ডার ডুসেন (দক্ষিণ আফ্রিকা)- ৬৫৮
আইসিসির হালনাগাদকৃত র্যাংকিং অনুযায়ী শীর্ষ ১০ বোলার (টি-টোয়েন্টি)-
১. জশ হ্যাজেলউড (অস্ট্রেলিয়া)- ৭৯২
২. আদিল রশিদ (ইংল্যান্ড)- ৭২৪
৩. তাব্রাইজ শামসি (দক্ষিণ আফ্রিকা)- ৭০৯
৪. রাশিদ খান (আফগানিস্তান)- ৭০৯
৫. অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া)- ৬৯৮
৬. ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)- ৬৬৮
৭. আনরিখ নরকিয়া (দক্ষিণ আফ্রিকা)- ৬৫৮
৮. ভুবনেশ্বর কুমার (ভারত)- ৬৫৮
৯. মাহিশ থিকশানা (শ্রীলঙ্কা)- ৬৪৭
১০. আকিল হোসেন (ওয়েস্ট ইন্ডিজ)- ৬৪৭
আইসিসির হালনাগাদকৃত র্যাংকিং অনুযায়ী শীর্ষ ৫ অলরাউন্ডার (টি-টোয়েন্টি)-
১. মোহাম্মদ নবি (আফগানিস্তান)- ২৬৭
২. সাকিব আল হাসান (বাংলাদেশ)- ২৪৬
৩. মইন আলি (ইংল্যান্ড)- ২০৫
৪. গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া)- ১৮৩
৫. রোহান মোস্তফা (সংযুক্ত আরব আমিরাত)- ১৬৯।