

আইসিসি (দ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) র্যাংকিং এর সাপ্তাহিক হালনাগাদে বদল এসেছে ক্রিকেটারদের অবস্থানে। ওয়ানডে ফরম্যাটে বোলারদের তালিকায় শীর্ষস্থান ফিরে পেয়েছেন ভারতের জাসপ্রীত বুমরাহ। উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজ, লকি ফার্গুসনদের।
ওভালে ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ার সেরা ফিগার (৭.২-৩-১৯-৬) এর দেখা পাওয়া জাসপ্রীত বুমরাহ বোলারদের র্যাংকিংয়ে শীর্ষস্থান ফিরে পেয়েছেন।
টানা ২ বছর শীর্ষে থাকা বুমরাহ ২০২০ সালের ফেব্রুয়ারিতে ট্রেন্ট বোল্টের কাছে জায়গা হারান। তি নি সর্বমোট ৭৩০ দিন শীর্ষে ছিলেন যা ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ, সব মিলে ৯ম সর্বোচ্চ। ভারতীয়দের মধ্যে বুমরাহ ছাড়া কেবল কপিল দেব, মানিন্দার সিং, অনিল কুম্বলে ও রবীন্দ্র জাদেজা শীর্ষে উঠেছিলেন।
উন্নতি হয়েছে মোহাম্মদ শামিরও। ৩ উইকেট নেওয়া শামি ৩ ধাপ এগিয়ে যৌথভাবে ২৩ নম্বরে আছেন ভুবনেশ্বর কুমারের সঙ্গে।
রোহিত শর্মা ভিরাট কোহলির সঞগে ব্যবধান কমিয়ে ১ এ এনেছেন, আছেন ৪ নম্বরে। শিখর ধাওয়ান ১ ধাপ এগিয়ে ১২ নম্বরে উঠে এসেছেন।
বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল এগিয়েছেন ১ ধাপ, আছেন ১৯ নম্বরে। নিউজিল্যান্ডের টম ল্যাথাম ১ ধাপ এগিয়ে আছেন ২১ নম্বরে। আয়ারল্যান্ডের সেঞ্চুরিয়ান হ্যারি টেক্টর ১০ ধাপ এগিয়ে ৩৪ নম্বরে উঠে এসেছেন।
বাংলাদেশ স্পিনার মেহেদী হাসান মিরাজ উইন্ডিজদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৩ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচসেরা। ২ ধাপ এগিয়ে বোলারদের তালিকায় ৬ নম্বরে উঠে এসেছেন তিনি। নিউজিল্যান্ডের গতি তারকা লকি ফার্গুসন আছেন ১৮ নম্বরে।
আইসিসির হালনাগাদকৃত র্যাংকিং অনুযায়ী শীর্ষ ১০ ব্যাটার (ওয়ানডে)-
১. বাবর আজম (পাকিস্তান)- ৮৯২
২. ইমাম উল হক (পাকিস্তান)- ৮১৫
৩. ভিরাট কোহলি (ভারত)- ৮০৩
৪. রোহিত শর্মা (ভারত)- ৮০২
৫. কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা)- ৭৮৯
৬. র্যাসি ভ্যান ডার ডুসেন (দক্ষিণ আফ্রিকা)- ৭৬৯
৭. রস টেইলর (নিউজিল্যান্ড)- ৭৬০
৮. জনি বেয়ারস্টো (ইংল্যান্ড)- ৭৩৮
৯. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)- ৭৩৭
১০. অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া)- ৭১৫
আইসিসির হালনাগাদকৃত র্যাংকিং অনুযায়ী শীর্ষ ১০ বোলার (ওয়ানডে)-
১. জাসপ্রীত বুমরাহ (ভারত)- ৭১৮
২. ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)- ৭১২
৩. শাহীন শাহ আফ্রিদি (পাকিস্তান)- ৬৮১
৪. জশ হ্যাজেলউড (অস্ট্রেলিয়া)- ৬৭৯
৫. মুজিব উর রহমান (আফগানিস্তান)- ৬৭৬
৬. মেহেদী হাসান মিরাজ (বাংলাদেশ)- ৬৭৫
৭. ক্রিস ওকস (ইংল্যান্ড)- ৬৭৩
৮. ম্যাট হেনরি (নিউজিল্যান্ড)- ৬৭২
৯. মোহাম্মদ নবি (আফগানিস্তান)- ৬৫৭
১০. রাশিদ খান (আফগানিস্তান)- ৬৫১
আইসিসির হালনাগাদকৃত র্যাংকিং অনুযায়ী শীর্ষ ৫ অলরাউন্ডার (ওয়ানডে)-
১. সাকিব আল হাসান (বাংলাদেশ)- ৪১০
২. মোহামকদ নবি (আফগানিস্তান)- ৩২৫
৩. রাশিদ খান (আফগানিস্তান)- ২৯০
৪. ক্রিস ওকস (ইংল্যান্ড)- ২৬০
৫. মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড)- ২৫৩।