

সাবেক দক্ষিণ আফ্রিকা পেসার মরনে মরকেল চান আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এ যেনো প্রোটিয়া স্কোয়াডে ফাফ ডু প্লেসিসকে বিবেচনা করেন নির্বাচকরা।
বর্তমানে ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) সঙ্গে চুক্তিবদ্ধ নন ফাফ ডু প্লেসিস। তবে ৩৭ বছর বয়সী ফাফ এখনও বড় মঞ্চে পারফর্ম করে চলেছেন। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক হয়ে রান করেছেন ৪৬৮।
গেলবছর মধ্যপ্রাচ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রোটিয়া নির্বাচকরা ফাফ ডু প্লেসিসকে দলে টানে নি। এবছর অস্ট্রেলিয়াতেও ফাফকে বিবেচনা করা হবে কিনা তা নিয়ে আছে দোটানা।
সাবেক প্রোটিয়া অধিনায়ক গ্রায়েম স্মিথ সম্প্রতি বলেন চার সপ্তাহের বিশ্বকাপে ফাফ ডু প্লেসিস খেলতেই পারেন, একই মত মরনে মরকেলেরও।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০০ দিনের ক্ষণগননা প্রোগ্রামে মরনে মরকেল বলেন, ‘আপনি চাইবেন আপনার দলের সেরা ক্রিকেটারকে দলে টানতে। ফাফ এখনও ভালো খেলছে, ৩৭ বছর বয়সেও।’
‘সে ভালো খেলছে, মাঠে তার চলাফেরা দারুণ এবং সে আইপিএলে আরসিবির হয়ে অত্যাধিক ভালো করেছে। আমি এমন অভিজ্ঞ ক্রিকেটারকে দলে দেখতে চাই। এটা ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ওপর, তবে আমি এটা চাই।’
ফাফ ডু প্লেসিস শেষমেশ বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন কি থাকবেন না সেটা সময় বলে দিবে। তবে মরকেল মনে করেন টি-টোয়েন্টি বিশ্বকাপে তার দল ভালো করবে।