ভারতীয় নির্বাচকদের ওপর চটেছেন ইরফান পাঠান

ভারতীয় নির্বাচকদের ওপর চটেছেন ইরফান পাঠান

ভারতের সাবেক পেসার ইরফান পাঠান চটেছেন বিসিসিআই (দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া) এর ওপর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে স্কোয়াড ঘোষণার পর নিজের অসন্তোষ জানিয়েছেন ইরফান।

বুধবার বিসিসিআই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের সদস্যের স্কোয়াড ঘোষণা করে। যেখানে শিখর ধাওয়ানকে অধিনায়ক ও রবীন্দ্র জাদেজাকে সহ অধিনায়ক করা হয়।

বেশ কিছু সিনিয়র ক্রিকেটারকে এই সিরিজে বিশ্রাম দিয়েছে ভারতীয় নির্বাচকরা। নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা, সাবেক অধিনায়ক ভিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, জাসপ্রীত বুমরাহ, রিশাব পান্ট, মোহাম্মদ শামিরা বিশ্রাম পেয়েছেন।

রোহিত শর্মা ও ভিরাট কোহলি সাম্প্রতিক সময়ে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারছেন না। এদিকে ইংলিশদের বিপক্ষে এজবাস্টন টেস্ট হারের ক্ষতটা এখনও তাজা।

ইরফান পাঠানের অসন্তোষের জায়গা হল ফর্মে ফেরাতে ক্রিকেটারদের ম্যাচ খেলাতে হবে। সেক্ষেত্রে বিশ্রাম দিলে সেটা সম্ভব না।

টুইটারে তিনি লেখেন, ‘কেউই বিষ্রাম নেবার সময়ে ফর্মে ফেরে না।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতীয় স্কোয়াড-

শিখর ধাওয়ান (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা (সহ অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শুবমান গিল, দীপক হুদা, সুরিয়াকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, ইশান কিশান (উইকেটরক্ষক), সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শারদুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, আক্সার প্যাটেল, আবেশ খান, প্রসিধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ ও আর্শদ্বীপ সিং।

৯৭ ডেস্ক

Read Previous

স্মিথ -লাবুশেইনের সেঞ্চুরি, গলে অস্ট্রেলিয়ার দাপট

Read Next

আগামী মাসে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে ভারত

Total
0
Share