তবুও উদ্বোধনী জুটি নিয়ে চিন্তিত নন মাহমুদউল্লাহ

তবুও উদ্বোধনী জুটি নিয়ে চিন্তিত নন মাহমুদউল্লাহ
Vinkmag ad

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তামিম ইকবাল দূরে সরার পর তার বিকল্প হিসেবে খেলেছেন অনেকেই। কিন্তু কিছুতেই যেন টাইগার উদ্বোধনী জুটি ঠিক দাঁড়াচ্ছে না। বিশ্বকাপ সামনে রেখে যা কপালে চিন্তার ভাঁজই তৈরি করার কথা। তবে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ এখনো চিন্তা হিসেবে দেখছেন না উদ্বোধনী জুটির ব্যর্থতাকে।

২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেন তামিম ইকবাল। এরপর বাংলাদেশ খেলেছে ৩২ টি ম্যাচ। এই সময়ে ঘুরিয়ে ফিরিয়ে ৯ জন ওপেনারকে খেলিয়েছে টাইগার টিম ম্যানেজমেন্ট। কিন্তু সুফল পায়নি একটিতেও।

এই সময়ে শত রানের জুটি মাত্র একটি, অর্ধশত রানের জুটি দুইটি। সর্বশেষ প্রায় ২০ ম্যাচ ধরে জুটির ফিফটি দেখে না বাংলাদেশ দল। ১১ বার দুই অঙ্কই ছুঁতে পারেনি টাইগার উদ্বোধনী জুটি। শেষ ৮ ম্যাচে সর্বোচ্চ রানের জুটি মাত্র ১০! দেখা গেছে ভিন্ন ভিন্ন ৬ টি উদ্বোধনী জুটি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরিত্যক্ত হওয়া প্রথম টি-টোয়েন্টিতে মুনিম শাহরিয়ার ও এনামুল হক বিজয়ের জুটি ২ রানের। চোটের কারণে পরের ম্যাচে বিজয়ের সঙ্গী লিটন দাস, এবার জুটি ৮ রানের। অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে যা বড় চিন্তার কারণ হতে পারে।

আগামীকাল (৭ জুলাই) গায়ানায় তৃতীয় টি-টোয়েন্টিতে ক্যারিবিয়ানদের মুখোমুখি হওয়ার আগে আজ (৬ জুলাই) সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন টাইগার দলপতি রিয়াদ।

সেখানেই উদ্বোধনী জুটি প্রসঙ্গে নিজের অবস্থান তুলে ধরে জানান, ‘চিন্তার বিষয় আমি আসলে ঠিক ওভাবে দেখছি না। আমার কাছে মনে হয় যারাই সুযোগ পাচ্ছে টিম ম্যানেজমেন্ট থেকে আমাদের চেষ্টা থাকবে পর্যাপ্ত সুযোগটা দিতে। যেন তারা বিশ্বাস করতে পারে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের উপর। যখন যে সুযোগটা পাবে সে যেন পর্যাপ্ত সুযোগ পায়। অন্তত ৩-৪ টা ম্যাচ যেন সুযোগ পায়।’

‘এরপর ঐ জায়গাটায় কেউ ক্লিক করতে না পারলে হয়তোবা আমরা অন্য আরেকজন বিকল্প দেখবো। কিন্তু টিম ম্যানেজমেন্ট থেকে এতটুকু যেন নিশ্চিত করতে পারি যারা সুযোগ পাচ্ছে তারা যেন পর্যাপ্ত সুযোগ পায়। তাহলে ওদের কাছে ঐ বিশ্বাসটা কাজ করবে যে হ্যাঁ আমার কাছে সুযোগ আছে, এটা আমার উপর আমি সুযোগটাকে কীভাবে কাজে লাগাতে পারি।’

৯৭ প্রতিবেদক

Read Previous

বাংলাদেশ ‘এ’ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরসূচী ঘোষণা

Read Next

দ্বিতীয় টেস্টের আগে শ্রীলঙ্কার স্কোয়াডে প্রবাথ জয়সুরিয়া

Total
1
Share