বেয়ারস্টো-পান্টদের উন্নতির দিনে সেরা দশের বাইরে কোহলি

কোহলির অহেতুক স্লেজিংয়ের খেসারত দিল ভারত!
Vinkmag ad

এজবাস্টন টেস্টে পারফর্ম করে টেস্ট ব্যাটারদের র‍্যাংকিংয়ে নিজেদের অবস্থানের উন্নতি করেছেন ইংল্যান্ডের জনি বেয়ারস্টো, ভারতের রিশাব পান্টরা।

দুই ইনিংসে সেঞ্চুরি করে ইংল্যান্ডকে রেকর্ড গড়া জয় এনে দেওয়া বেয়ারস্টো ১১ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১০ নম্বরে। নিউজিল্যান্ড সিরিজের আগে ৩২ বছর বয়সী এই ব্যাটার ছিলেন ৪৭ নম্বরে। পরবর্তী ৪ টেস্টে ৪ সেঞ্চুরি করে উঠে আসলেন ১০ এ।

এজবাস্টনে প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন ভারতের উইকেটরক্ষক ব্যাটার রিশাব পান্ট, দ্বিতীয় ইনিংসে করেন ফিফটি। এতে করে ৬ ধাপ এগিয়ে ৫ নম্বরে উঠে এসেছেন তিনি।

ভারতের সাবেক অধিনায়ক ভিরাট কোহলি দুই ইনিংস মিলে ৩১ রান করে পিছিয়েছেন ৩ ধাপ, আছেন ১৩ নম্বরে।

দ্বিতীয় ইনিংসে দাপুটে সেঞ্চুরি (১৪২*) করে শীর্ষস্থান মজবুত করেছেন জো রুট। ক্যারিয়ার সেরা ৯২৩ রেটিং পয়েন্ট তাকে জায়গা দিয়েছে টেস্ট ব্যাটারদের সর্বকালের সেরা তালিকার সেরা ২০ এ।

টেস্ট একাদশে ফেরার পর থেকে উইকেট নিয়েই চলেছেন ইংলিশ পেসার জিমি অ্যান্ডারসন। এক ধাপ এগিয়ে ৬ নম্বর বোলার এখন তিনি। গলে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ৯ উইকেট নিয়ে ৫ ধাপ এগিয়ে ১৩ নম্বরে উঠে এসেছেন নাথান লায়ন।

আইসিসির হালনাগাদকৃত র‍্যাংকিং অনুযায়ী শীর্ষ ১০ ব্যাটার (টেস্ট)-

১. জো রুট (ইংল্যান্ড)- ৯২৩
২. মারনাস লাবুশেইন (অস্ট্রেলিয়া)- ৮৭৯
৩. স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া)- ৮২৬
৪. বাবর আজম (পাকিস্তান)- ৮১৫
৫. রিশাব পান্ট (ভারত)- ৮০১

৬. কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)- ৭৮৬
৭. উসমান খাজা (অস্ট্রেলিয়া)- ৭৭৯
৮. দিমুথ করুণারত্নে (শ্রীলঙ্কা)- ৭৬০
৯. রোহিত শর্মা (ভারত)- ৭৪৬
১০. জনি বেয়ারস্টো (ইংল্যান্ড)- ৭৪২

আইসিসির হালনাগাদকৃত র‍্যাংকিং অনুযায়ী শীর্ষ ১০ বোলার (টেস্ট)-

১. প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া)- ৯০০
২. রবিচন্দ্রন অশ্বিন (ভারত)- ৮৪২
৩. জাসপ্রীত বুমরাহ (ভারত)- ৮২৮
৪. শাহীন শাহ আফ্রিদি (পাকিস্তান)- ৮২৭
৫. কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)- ৮১৮

৬. জিমি অ্যান্ডারসন (ইংল্যান্ড)- ৮১১
৭. কাইল জেমিসন (নিউজিল্যান্ড)- ৭৮৮
৮. কেমার রোচ (ওয়েস্ট ইন্ডিজ)- ৭৫৬
৯. নেইল ওয়াগনার (নিউজিল্যান্ড)- ৭৪৭
১০. জশ হ্যাজেলউড (অস্ট্রেলিয়া)- ৭৪৪

আইসিসির হালনাগাদকৃত র‍্যাংকিং অনুযায়ী শীর্ষ ৫ অলরাউন্ডার (টেস্ট)-

১. রবীন্দ্র জাদেজা (ভারত)- ৩৮৪
২. রবিচন্দ্রন অশ্বিন (ভারত)- ৩৩৫
৩. সাকিব আল হাসান (বাংলাদেশ)- ৩২৮
৪. জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ)- ৩২৩
৫. বেন স্টোকস (ইংল্যান্ড)- ৩০৯।

৯৭ ডেস্ক

Read Previous

কেপি পুলিশের গুডউইল অ্যাম্বাসাডর হলেন ‘ডিএসপি’ আফ্রিদি

Read Next

বাংলাদেশ ‘এ’ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরসূচী ঘোষণা

Total
3
Share