

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পুলিশ তাদের শুভেচ্ছা দূত হিসেবে জাতীয় দলের পেসার শাহীন শাহ আফ্রিদিকে নিয়োগ করেছে। পুলিশ ও জনগনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে কাজ করবেন তিনি।
পাকিস্তানের তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি এখন উপ-পুলিশ সুপার (ডিএসপি)। খাইবার পাখতুনখাওয়া (কেপি) পুলিশ বিভাগের “গুডউইল অ্যাম্বাসাডর” হিসাবে পুলিশের ভাবমূর্তি প্রচার করতে এবং পুলিশ ও জনসাধারণের মধ্যে আস্থার ঘাটতি পূরণ করতে আফ্রিদিকে নিযুক্ত করেছে৷
Shaheen Shah Afridi has been given a honorary DSP position by KP Police.
Shaheen will act as KP Police’s “Goodwill Ambassador” to promote a softer image of the department. pic.twitter.com/imfIakAG0E
— Israr Ahmed Hashmi (@IamIsrarHashmi) July 4, 2022
এ জন্য পেশোয়ারে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে শাহীন আফ্রিদিকে সম্মানসূচক ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত জনগণের উদ্দেশে আফ্রিদি কেপি পুলিশের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য সকলের প্রশংসা করেন।
Pakistani star pacer Shaheen Shah Afridi was appointed as a goodwill ambassador of KP police during a ceremony in Peshawar earlier today.
The event also witnessed a small investiture ceremony in which KP Police appointed Shaheen Afridi as an honorary DSP pic.twitter.com/2ouzNSRoBU
— Pakistan Observer (@pakobserver) July 4, 2022
আফ্রিদির বাবা কেপি পুলিশের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন, তার ভাইও বর্তমানে এই বিভাগে চাকরি করছেন।