কেপি পুলিশের গুডউইল অ্যাম্বাসাডর হলেন ‘ডিএসপি’ আফ্রিদি

কেপি পুলিশের গুডউইল অ্যাম্বাসাডর হলেন 'ডিএসপি' আফ্রিদি
Vinkmag ad

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পুলিশ তাদের শুভেচ্ছা দূত হিসেবে জাতীয় দলের পেসার শাহীন শাহ আফ্রিদিকে নিয়োগ করেছে। পুলিশ ও জনগনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে কাজ করবেন তিনি।

পাকিস্তানের তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি এখন উপ-পুলিশ সুপার (ডিএসপি)। খাইবার পাখতুনখাওয়া (কেপি) পুলিশ বিভাগের “গুডউইল অ্যাম্বাসাডর” হিসাবে পুলিশের ভাবমূর্তি প্রচার করতে এবং পুলিশ ও জনসাধারণের মধ্যে আস্থার ঘাটতি পূরণ করতে আফ্রিদিকে নিযুক্ত করেছে৷

এ জন্য পেশোয়ারে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে শাহীন আফ্রিদিকে সম্মানসূচক ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত জনগণের উদ্দেশে আফ্রিদি কেপি পুলিশের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য সকলের প্রশংসা করেন।

আফ্রিদির বাবা কেপি পুলিশের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন, তার ভাইও বর্তমানে এই বিভাগে চাকরি করছেন।

৯৭ ডেস্ক

Read Previous

বাংলাদেশ দলকে শাস্তি দিল আইসিসি

Read Next

বেয়ারস্টো-পান্টদের উন্নতির দিনে সেরা দশের বাইরে কোহলি

Total
4
Share