

তিন ফরম্যাটের সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ইতোমধ্যে শেষ হয়েছে ২ টেস্ট ও ২ টি টি-টোয়েন্টি। এখনও জয়ের মুখ দেখেনি টাইগাররা। পরাজয়ের বৃত্তে ঘুরপাক খেতে থাকা বাংলাদেশ দল শুনেছে আরেক দুঃসংবাদ।
ডমিনিকায় ২য় টি-টোয়েন্টিতে স্লো ওভার রেটের কারণে বাংলাদেশ দলকে ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করেছে আইসিসি।
আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন বাংলাদেশ দলের ওপর জরিমানা আরোপ করেন। নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ ১ ওভার কম করতে পারে।
আইসিসির কোড অব কন্ডাক্টের অনুচ্ছেদ নম্বর ২.২২ অনুযায়ী বরাদ্দকৃত সময়ের মধ্যে কোন দল যদি কম ওভার করে তাহলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফি’র ২০ শতাংশ করে জরিমানা করা হবে।
বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন। যেকারণে এই ইস্যুতে কোন আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি।
অনফিল্ড আম্পায়ার লেসলি রেইফার জুনিয়র ও নাইজেল ডুগুইড, তৃতীয় আম্পায়ার গ্রেগরি ব্র্যাথওয়েট ও চতুর্থ আম্পায়ার প্যাট্রিক গুস্টার্ড বাংলাদেশ দলের ওপর অভিযোগ আনেন, যা আমলে নিয়ে শাস্তি দেন ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন।
উল্লেখ্য, ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২ ম্যাচ শেষে ১-০ তে পিছিয়ে আছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। ডমিনিকায় ১ম ম্যাচে বৃষ্টি বাগড়ায় ফল আসেনি। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ হারে ৩৫ রানের ব্যবধানে। সিরিজের ৩য় ও শেষ টি-টোয়েন্টি মাঠে গড়াবে আগামীকাল বাংলাদেশ সময় রাত ১১ টা ৩০ মিনিটে। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে যে ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের।