ভারতকে শাস্তি দিল আইসিসি, সুযোগে এক ধাপ এগিয়ে গেল পাকিস্তান

ভারতকে শাস্তি দিল আইসিসি, সুযোগে এক ধাপ এগিয়ে গেল পাকিস্তান
Vinkmag ad

এজবাস্টন টেস্টে স্লো ওভার-রেটের জন্য দণ্ডিত হওয়ার পর পাকিস্তান আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ স্ট্যান্ডিংয়ে ভারতের উপরে উঠে গেছে। পয়েন্ট পেনাল্টি ছাড়াও, ইংল্যান্ডের বিরুদ্ধে সাত উইকেটের পরাজয়ের ম্যাচে ভারতীয় দলকে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে।

সদ্য শেষ হওয়া এজবাস্টনের পঞ্চম টেস্টে মন্থর ওভার রেটের জন্য ভারতের কাটা গেল দু’পয়েন্ট। আর সেই সুযোগেই বুমরাহদের পিছনে ফেলে তালিকার তিন নম্বর স্থান দখল করেছে পাকিস্তান। তাতেই এক ধাপ নেমে গেল ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের সংগ্রহ এসে দাঁড়াল ৫২.০৮ শতকরা হারে। সেখানে পাকিস্তানের পয়েন্টের শতকরা হার ৫২.৩৮। প্রথম দুই দল অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা।

শুধু পয়েন্ট কেটেই থেমে যায়নি আইসিসি। সেই সঙ্গে স্লো ওভার রেটের জন্য ভারতীয় খেলোয়াড়দের ম্যাচ ফির ৪০ শতাংশ কেটে নেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ে ২ ওভার কম বল করেছে ভারত। মঙ্গলবার ম্যাচ শেষে ভারতকে শাস্তির কথা জানায় আইসিসি। অধিনায়ক জাসপ্রীত বুমরাহ দোষ স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পথ কঠিন হল ভারতের। ১২টি ম্যাচ খেলে তাঁদের সংগ্রহ ৫২.০৮ শতাংশ পয়েন্ট। এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের হাতে এখনও ছ’টি ম্যাচ রয়েছে।

৯৭ ডেস্ক

Read Previous

ড্রাফট শেষে যেমন হল এলপিএলের ৫ দল

Read Next

কীভাবে টেস্ট ক্রিকেট খেলতে হয় তা নতুন করে লিখতে চাচ্ছে ইংল্যান্ড

Total
1
Share