

আগামী মাসের শেষদিকে শ্রীলঙ্কায় আয়োজন হওয়ার কথা এশিয়া কাপের এবারের আসর। তবে দেশটির অর্থনৈতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট বারবার দোটানায় ফেলছে এশিয়ার সেরা নির্ধারণের এই মঞ্চকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশ্য শ্রীলঙ্কাতেই হচ্ছে ধরে পরিকল্পনা সাজাচ্ছে।
২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত সময়কালে টুর্নামেন্টটি চলার কথা। সেভাবেই দিন তারিখ চূড়ান্ত করেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তবে মাঝে অনিশ্চিয়তা হয়ে আসে দেশটির সংকট।
কিন্তু এসবের মাঝেই অস্ট্রেলিয়ার মতো দল লঙ্কা সফর করেছে বলেই এশিয়া কাপ নিয়ে শঙ্কার মেঘ অনেকটাই উড়ে গেছে। নির্ধারিত সময়েই টুর্নামেন্ট শুরু হবে শ্রীলঙ্কায় এমন আভাসই মিলছে।
অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ বলে টি-টোয়েন্টি ফরম্যাটের এবারের এশিয়া কাপ আলাদা গুরুত্ব বহন করছে। এদিকে বাংলাদেশ, শ্রীলঙ্কা ছাড়াও ভারত, পাকিস্তানের মতো দল অংশ নিবে বলে এসিসি এই আয়োজন নিয়ে সচেষ্ট বলে মত বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজনের।
আজ (৫ জুলাই) মিরপুরে সাংবাদিকদের তিনি বলেন, ‘মূলত এসিসি থেকেই আসবে (সিদ্ধান্ত)। এখন পর্যন্ত যা জানি- শ্রীলঙ্কাই আয়োজন করছে। ইতোমধ্যে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা সফর করেছে। তাদের হোস্টিংয়ের চ্যালেঞ্জ হয়ত কাটিয়ে উঠেছে। আমরা আশা করছি নির্ধারিত সময়েই এশিয়া কাপ হবে।’
‘বাংলাদেশের সাথে ভারত-পাকিস্তানের মত হাই প্রোফাইল দলগুলোও যাবে। তাই আমাদের চেয়ে এসিসিই এটা নিয়ে বেশি ভাবছে। আশা করি বিষয়টা তারা সেভাবেই সামাল দিবে।’