ফেরিতে ক্রিকেটারদের অসুস্থ হওয়া, বিসিবি বলছে অভিজ্ঞতা না থাকাতেই…

ভয়ঙ্কর সমুদ্র যাত্রায় আতঙ্কিত হয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা
Vinkmag ad

ওয়েস্ট ইন্ডিজ সফরে সেন্ট লুসিয়া থেকে সমুদ্র পথে ফেরিতে করে ক্রিকেটারদের ডমিনিকা যাত্রা নিয়ে আলোচনা সমালোচনা কম হয়নি। বাংলাদেশ দলের ক্রিকেটারদের জন্য এমন যাত্রা এবারই প্রথম। কয়েকজন কিছুটা অসুস্থও হয়ে পড়েন। তবে যেভাবে সংবাদ মাধ্যমে নেতিবাচকভাবে প্রচার হয়েছে তাতে অবাক হয়েছে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)।

দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার তরফ থেকে বলা হচ্ছে সফরের আগে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সাথে যথাযথভাবে যোগাযোগের মাধ্যমেই বিষয়গুলো চূড়ান্ত হয়েছে। শুধু বাংলাদেশ দল নয়, স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার, ধারাভাষ্যকার ছাড়াও সিরিজের সাথে সংশ্লিষ্ট বেশিরভাগই ফেরিতে চড়ে আটলান্টিক পাড়ি দেন।

আজ (৫ জুলাই) মিরপুরে সংবাদ মাধ্যমের সাথে আলাপে বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি বিষয়টা যেভাবে এসেছে আসলে ওরকম ছিল না। আমাদের সাথে যখন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড যোগাযোগ করে আমরা কিন্তু সাথে সাথেই আমাদের উদ্বেগ জানিয়েছিলাম। আমাদের দলের এই ধরনের ভ্রমণের অভিজ্ঞতা নেই। এটা আমরা জানিয়েছিলাম।’

‘পরবর্তীতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড জানায়- বর্তমান পরিস্থিতিতে অনেক ফ্লাইট বন্ধ হয়ে গেছে, বিভিন্ন এয়ারলাইন্সের বিমান চলাচল সীমাবদ্ধ হয়ে গেছে, খুব ছোট ছোট বিমান এখানে যাতায়াত করে। একইসাথে আমাদের জানাল তারা ফেরী সার্ভিসে ব্যবস্থা করছে যা ছোট ক্রুজ শিপের মত। এটা নিয়মিত চলাচল করে এবং বাংলাদেশ দল, ওয়েস্ট ইন্ডিজ দল, আইসিসির অফিসিয়াল, টিভি ক্রু ও ধারাভাষ্যকাররা একইসাথে যাবেন।’

‘এই বিষয় নিশ্চিত করার পর আমাদেরও আলোচনা থামিয়ে দিতে হয়। কারণ দুই দল একইসঙ্গে ট্রাভেল করছে। তখন বিষয়টা মেনে নিতে হয়। যখন আমাদের দল কোনো দেশে যাবে, যাবতীয় সব দায়িত্ব ঐ বোর্ডেরই। যেমন কোনো বিদেশি দল আসলে আমাদের ওপর নির্ভর করতে হয়।’

এমন সমুদ্র পথে যাত্রায় মোশন সিকনেসকে স্বাভাবিক বলছেন বিসিবি প্রধান নির্বাহী। এমনকি আগে থেকে সতর্ক করে নির্দেশনাও দেওয়া হয়েছে। তিনি জানান এ সমস্যা শুধু বাংলাদেশের ক্রিকেটারদের নয়, স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কয়েকজনেরও হয়েছে। টাইগার ক্রিকেটাররা ভুগেছে তাদের পূর্ব অভিজ্ঞতা না থাকায়।

নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘শুধু বাংলাদেশের দলের খেলোয়াড়রাই অসুস্থ হয়েছেন তা না। বাজে আবহাওয়ার কারণে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দেরও একইরকম অবস্থা হয়েছে। কিন্তু আমাদের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের এই অভিজ্ঞতা নেই তাই তাদের প্রতিক্রিয়া বেশি ছিল, এটাই স্বাভাবিক। এটাই আমাদের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এসেছে যার কারণে আপনারা উদ্বেগ জানাচ্ছেন।’

ফেরি যাত্রার এমন ঘটনায় চারদিক থেকে বিসিবির সমালোচনা হয়েছে। এমনকি ক্রিকেটাররা অসুস্থ হওয়ার পরও কেন ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের বিপক্ষে প্রতিক্রিয়া দেখায়নি এ নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয় দেশের ক্রিকেটে নিয়ন্ত্রক সংস্থাকে। কিন্তু বিসিবি প্রধান নির্বাহী বলছেন মোটামুটি স্বাভাবিক একটা ঘটনা নিয়ে তুলকালাম করে বোর্ডের সম্পর্ক অবনতি করাটা কোনো বুদ্ধিমানের কাজ হত না।

তার ভাষায়, ‘এটা পুরোপুরি স্বাগতিক বোর্ডের বিষয়। বিষয়টা এত সিরিয়াসলি না দেখে… বোর্ডের সাথে বোর্ডের একটা যোগাযোগ থাকে। এটাকেই গুরুত্ব দেই। অবশ্যই আমাদের দেশ হলে ভিন্ন ব্যাপার হত। আমরা সফরকারী দলকে আগে প্রাধান্য দিতাম। ওদেরও কিছু সীমাবদ্ধতা আছে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের ভেন্যুগুলো এক দ্বীপ থেকে আরেক দ্বীপে। ওদেরও কিছু লজিস্টিক চ্যালেঞ্জ থাকে। করোনা পরিস্থিতির পর এই পরিস্থিতি ওদের জন্য আরও চ্যালেঞ্জিং হয়েছে।’

‘এসব কারণেই হয়ত এমন হচ্ছে। আমরা অবশ্যই ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের সংশ্লিষ্টদের সাথে কথা বলব এবং আমাদের কনসার্ন জানাব, যেন ভবিষ্যতে এমন না হয়। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে- ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের সাথে অত্যন্ত সুসম্পর্ক বজায় রেখেই আমাদের ফিউচার ট্যুর প্ল্যান বা এ দলের প্ল্যান করে থাকি। এক্ষেত্রে বোর্ড টু বোর্ড সুসম্পর্ক অনেক গুরুত্বপূর্ণ। একটা বিষয় হল আর সাথে সাথে আমরা ঝাঁপিয়ে পড়লাম, এ বিষয়টা ঠিক হবে না বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি।’

৯৭ প্রতিবেদক

Read Previous

চলতি মাসেই জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ, নেই কোন টেস্ট

Read Next

কঠিন কাজ সহজে করে জিতল ইংল্যান্ড, ভাঙল একাধিক রেকর্ড

Total
1
Share