চলতি মাসেই জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ, নেই কোন টেস্ট

তামিমের সেঞ্চুরি, জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
Vinkmag ad

বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে সফরে ব্যস্ত সময় কাটানো বাংলাদেশ জাতীয় দলে দেশে ফিরেও বিশ্রামের সুযোগ পাচ্ছে না। চলতি মাসের শেষ দিকেই যাবে জিম্বাবুয়ে সফরে। সফরে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে টাইগাররা।

জুনের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়া বাংলাদেশ দল দেশে ফিরবে চলতি মাসের তৃতীয় সপ্তাহে। আগামী ১৬ জুলাই তৃতীয় ওয়ানডের মধ্য দিয়ে শেষ হবে সফর।

জিম্বাবুয়ে সফরের আগে দেশে ফিরে একদমই সময় পাবে না টাইগাররা। যদিও এই সফরে সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।

এই সফর নিয়ে বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন সংবাদ মাধ্যমে বলেন, ‘জিম্বাবুয়ে বোর্ডের সাথে কথা বলে আমরা মোটামুটি একটা সূচি চূড়ান্ত করেছি। যেহেতু জিম্বাবুয়ের বোর্ড স্বাগতিক, তারাই এটা ঘোষণা করবে।’

‘আশা করছি ২-১ দিনের মধ্যে প্রকাশিত হবে। জুলাইয়ের শেষের দিকে আমাদের দল যাবে। আগস্টের মধ্যেই তিনটা ওয়ানডে ও তিনটা টি-টোয়েন্টি খেলে আমাদের দল বাংলাদেশে ফেরত আসবে।’

জিম্বাবুয়ে সফরের আগে খুব বেশি সময় পাওয়া যাবে না। সে ক্ষেত্রে অনুশীলন ক্যাম্প কিংবা প্রস্তুতির ব্যাপারগুলো কীভাবে সাজাচ্ছে বিসিবি?

এমন প্রশ্নের জবাবে নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘(ক্যাম্প, প্র্যাকটিস) পুরো বিষয়টা টিম ম্যানেজমেন্ট ঠিক করে। শীঘ্রই আমরা ক্রিকেট অপারেশন্স, টিম ম্যানেজমেন্ট, সিনিয়র খেলোয়াড়, নির্বাচক, বোর্ডের সংশ্লিষ্টদের সাথে বসে ঠিক করে নেব। ওয়েস্ট ইন্ডিজ সফরের পর থেকে এশিয়া কাপ পর্যন্ত বাংলাদেশের সূচি ঠিক করে জানিয়ে দিতে পারব।’

৯৭ প্রতিবেদক

Read Previous

রমিজ রাজার দাবি, এক টাকাও পাননি!

Read Next

ফেরিতে ক্রিকেটারদের অসুস্থ হওয়া, বিসিবি বলছে অভিজ্ঞতা না থাকাতেই…

Total
26
Share