

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা জানিয়েছেন পিসিবি বস হিসাবে তার সম্মানী শুন্য এবং তিনি অপ্রয়োজনীয় কোন সুবিধা নেননি।
রমিজ রাজা সহ অন্যান্য পিসিবি কর্তারা পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির স্ট্যান্ডিং কমিটি ফর স্পোর্টসের সঙ্গে বসেন। যেখানে রমিজ রাজাকে প্রশ্ন করা হয় দায়িত্ব নেবার পর থেকে তিনি কত টাকা নিয়েছেন তার কাজের জন্য।
পাকিস্তানের জিওসুপার জানিয়েছে সেখেনা রমিজ রাজা বলেছেন, ‘পিসিবি চেয়ারম্যান হিসাবে আমার সম্মানী শুন্য।’
‘আমি চেয়ারম্যান হিসাবে কোন অপ্রয়োজনীয় সুবিধাও নেইনি। আমি কোন বিনোদন ভাতা নেইনি। কেবল আড়াই লাখ রুপি খরচ করেছি অফিশিয়াল ট্যুরের জন্য।’
সাবেক এই পাকিস্তান অধিনায়ক জানিয়েছেন তিনি পাকিস্তান ক্রিকেটের ভালোর জন্যই কেবল এই দায়িত্ব নিয়েছেন।
‘আমি এখানে এসেছি ক্রিকেটের প্রমোশনের জন্য। এখানে আমি কোন অফিশিয়াল ট্যুরে আমার স্ত্রীকে নিয়ে যাইনি। আমার কোন আত্মীয়কে সুবিধাও দেইনি। আমার পরিবার চায়নি যে আমি পিসিবি চেয়ারম্যান হই। তারা জানত, পিসিবি চেয়ারম্যান কিছুই পাবে না, কেবল সমালোচিত হবে।