

ক্রিকেট আয়ারল্যান্ড নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের হোম টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে। ভারতের বিপক্ষে খেলা সবশেষ স্কোয়াড আছে অপরিবর্তিত।
এক বিবৃতি দিয়ে ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই)। যথারীতি আইরিশদের নেতৃত্ব দিবেন অ্যান্ড্রু বালবার্নি।
আয়ারল্যান্ড একই স্কোয়াডে আটকে আছে। সম্প্রতি সমাপ্ত ভারতের বিপক্ষে খেলা স্কোয়াড লড়াইয়ে নামবে নিউজিল্যান্ডের বিপক্ষেও। যদিও আয়ারল্যান্ড দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি ০-২ ব্যবধানে হেরেছে। তবে শেষ টি-টোয়েন্টিতে তারা প্রায় ২২৬ রানের বিশাল টার্গেট তাড়া করেই ফেলছিল। কিন্তু ভাগ্য সহায় হয়নি, মাত্র চার রানে হারতে হয় আইরিশদের।
নতুন মুখ কনর ওলফার্ট এবং স্টিফেন ডোহেনি তাদের জায়গা ধরে রেখেছেন। ভারতের বিরুদ্ধে ওলফার্টের আন্তর্জাতিক অভিষেক হয়, অনক্যাপড উইকেটকিপার ব্যাটার ডোহেনি আসন্ন কিউই অ্যাসাইনমেন্টে সেরা একাদশে সুযোগ পেতে পারেন।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তিনটি টি-টোয়েন্টিই অনুষ্ঠিত হবে স্টরমন্টে। ১৮ জুলাই সিরিজের প্রথম টি-টোয়েন্টি, এরপর ২০ এবং ২২ জুলাই গড়াবে বাকি দুই ম্যাচ। টি-টোয়েন্টি সিরিজে দু’দল মাঠে নামার আগে ম্যালাহাইডে খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড:
অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, স্টিভেন ডোহেনি, জশ লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, ব্যারি ম্যাককার্থি, কনর ওলফার্ট, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লর্কান টাকার এবং ক্রেইগ ইয়াং।