

দ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’ পুরুষ বিভাগে জুন মাসের মনোনয়নের শর্ট লিস্টে জনি বেয়ারস্টো, জো রুট এবং ড্যারিল মিচেলের নাম। সাদা পোশাকে অনবদ্য পারফর্ম করে তাঁরা এবার আছেন সেরা হওয়ার দৌড়ে।
২০২২ সালের জুন মাসের মনোনীতদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। দুই ইংলিশ টেস্ট ব্যাটসম্যান জনি বেয়ারস্টো ও জো রুটের সাথে শর্ট লিস্টে জায়গা পেয়েছেন কিউই মিডল অর্ডার ব্যাটার ড্যারিল মিচেল।
জুন মাসের সেরাদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়াদের প্রসঙ্গে আইসিসি বলেছে,
জনি বেয়ারস্টো:
স্টাইলিশ ইংল্যান্ড ব্যাটার এ বছর ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটে ব্যাট হাতে দুর্দান্ত উপভোগ করছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ সিরিজে বেয়ারস্টো ৭৮.৮০ গড়ে ৩৯৪ রান সংগ্রহ করেছেন। দুটি সেঞ্চুরি এবং একটি হাফ সেঞ্চুরি করেন এবং সিরিজের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন।
ট্রেন্ট ব্রিজে দ্বিতীয় টেস্টে, তিনি ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় দ্রুততম টেস্ট সেঞ্চুরি রেকর্ড করেন, মাত্র ৭৭ বলের মধ্যে সেঞ্চুরিতে পৌঁছে যান। তার ৯২ বলে ১৩৬ রানের ইনিংস দলকে সিরিজে ২-০তে লিড নিতে সাহায্য করে। গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি ম্যাচ সেরার পুরস্কার জিতেন। বেয়ারস্টোকে থামানো যায়নি। হেডিংলিতে পরের ম্যাচে, তিনি ১৪৪ বলে টেস্টে ইংল্যান্ডের দ্বিতীয় দ্রুততম ১৫০ রান করেন।
ড্যারিল মিচেল:
নিউজিল্যান্ডের মিডল-অর্ডার ব্যাটার ড্যারিল মিচেল শুধু রানের মধ্যেই ছিলেন না, রেকর্ডও করেছেন এবং ভেঙেছেন। ইংল্যান্ডের বিপক্ষে তিনটি টেস্টে তিনি ১০৭.৬০ গড়ে ৫৩৮ রান করেন, যার মধ্যে তিনটি সেঞ্চুরি এবং দুটি অর্ধশত রানের ইনিংস রয়েছে। তিনি সিরিজের রান-গেটার তালিকার শীর্ষে ছিলেন এবং টানা তিন টেস্টে সেঞ্চুরি করা পঞ্চম কিউই ব্যাটসম্যান হিসেবে নাম লেখান রেকর্ড বইয়ে।
লর্ডসে ১৩ ও ১০৮
ট্রেন্ট ব্রিজে ১৯০ এবং ৬২*
হেডিংলিতে ১০৯ এবং ৫৬
তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে এক টেস্ট সিরিজে নিউজিল্যান্ড ব্যাটারের করা সর্বোচ্চ রানের ৭৩ বছরের পুরনো রেকর্ডটিও ভেঙে ফেলেন, ১৯৪৯ সালে মার্টিন ডনেলির করা ৪৬২ রানকে অতিক্রম করেন।
জো রুটঃ
টেস্ট ফরম্যাটে জো রুট তার দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন। গেল ১২ মাস ধরেই ফর্মের তুঙ্গে আছেন তিনি। লর্ডস টেস্টের ২য় ইনিংসে অপরাজিত ১১৫ রান করে নিউজিল্যান্ডের বিপক্ষে জেতান তিনি।
এই মাসেই টেস্ট ক্রিকেটে ১০,০০০ রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। ২য় ও ৩য় টেস্টে ১৭৬ ও ৮৬* রান করে টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে ওঠেন তিনি। এই মাসে ৯৯ গড়ে ৩৯৬ রান করেছেন তিনি।
এছাড়া নারী বিভাগের মনোনয়ন তালিকায় রয়েছেন- শাবনিম ইসমাইল (দক্ষিণ আফ্রিকা), মারিজান ক্যাপ (দক্ষিণ আফ্রিকা) ও নাট শিভার (ইংল্যান্ড)।