

বাংলাদেশী বোলারদের উপর দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভালোই চড়াও হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটাররা। বাকিদের এলোমেলো বোলিংয়ের দিনে বাংলাদেশের সেরা বোলার মোসাদ্দেক হোসেন সৈকত। এক ওভার বল করে নিয়েছেন উইকেট মেইডেন। কিন্তু তবুও আর মেলেনি সুযোগ। কেন এমনটা হল ম্যাচ শেষে তার ব্যাখ্যা দিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
টস জিতে আগে ব্যাট করতে নেমে ২৬ রানে ২ উইকেট হারানোর পর নিকোলাস পুরান ও ব্রেন্ডন কিং মিলে যোগ করেন ৭৪ রান। ইনিংসের ১২তম ওভারেই দলীয় রান ১০০ পূর্ণ হয়।
ইনিংসের প্রথম ৫ ওভারেই ভিন্ন পাঁচ বোলার ব্যবহার করে ফেলা বাংলাদেশ অধিনায়ক ১৩তম ওভারে ডেকে নেন মোসাদ্দেককে। ওভারের তৃতীয় বলেই বাঁহাতি পুরানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন এই অফ স্পিনার। ব্রেন্ডন কিংয়ের সাথে জুটি ভাঙ্গার পাশাপাশি নেন উইকেট মেইডেন।
Wicket Maiden in T20I! well done Mosaddek #BANvWI #WIvBAN pic.twitter.com/JPEznmgfc2
— Cricket97 (@cricket97bd) July 3, 2022
কিন্তু এরপর তাকে আর আক্রমণেই আনেননি রিয়াদ। ততক্ষণে রভম্যান পাওয়েল ঝড়ে এলোমেলো টাইগার বোলিং আক্রমণ। তার ২৮ বলে অপরাজিত ৬১ রানে ৫ উইকেটে ১৯৩ রানের পুঁজি ক্যারিবিয়ানদের। সাকিবের অপরাজিত ৫২ বলে অপরাজিত ৬৮ রানের পরও বাংলাদেশ ম্যাচ হেরেছে ৩৫ রানে।
বাকিদের বাজে দিনে দারুণ বোলিং করেও মোসাদ্দেক আর কেন ডাক পেলেন না? টাইগার দলপতির কাছে এমন প্রশ্ন রাখা হয় ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে। জবাবে তিনি শোনালেন পুরোনো তত্ব। ব্যাটিংয়ে দুই ডানহাতি ব্রেন্ডন কিং-রভম্যান পাওয়েল জুটি বলেই তাকে আর ওভার দেওয়া হয়নি।
তার ভাষায়, ‘মোসাদ্দেককে অবশ্যই বোলিং করাতাম। কিন্তু রভম্যান পাওয়েল যখন ব্যাটিংয়ে ছিল, যেহেুতু দুজন ডানহাতি ব্যাটসম্যান। আবার ওই পাশটা একটু ছোটও ছিল। এজন্য ঝুঁকি নেইনি। আমি তাসকিনকে ওই সময়ে বোলিয়ে আনি। ওই পাশ থেকে সাকিব বোলিং করছিল।’
‘এজন্য দেখবেন সাকিবকে কিছুটা পরে বোলিংয়ে আনি যেহেতু পুরান ব্যাটিং করছিল। আমার মনে হয় রভম্যান পাওয়েল অসাধারণ ব্যাটিং করেছে। আমাদের থেকে ম্যাচটা ছিনিয়ে নিয়ে গেছে সে।’