অজুহাত না দিয়ে ডোমিঙ্গো দিলেন প্রতিশ্রুতি

নাইমের মাঝে সাদা বলের ভবিষ্যৎ দেখেন ডোমিঙ্গো
Vinkmag ad

সেন্ট লুসিয়া থেকে সমুদ্র পথে ডমিনিকা যাত্রা। কোনো অনুশীলন ছাড়াই মাঠে নামা এবং বৃষ্টি বাধায় ম্যাচ পরিত্যক্ত হওয়ার আগে যেটুকু খেলা হয়েছে তাতে ব্যাটিংয়ে বাংলাদেশের পুরোনো দশা। কোচ রাসেল ডোমিঙ্গো অবশ্য আশাবাদী ২৪ ঘন্টার কম সময়ের ব্যবধানে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামা টাইগাররা ভালো করবে। অজুহাত হিসেবে কিছু সামনে আনতে চান না এই প্রোটিয়া।

গত ৩০ জুন ফেরিতে করে সমুদ্র পথে ডমিনিকায় আসা বাংলাদেশ দলের সাথে ছিল ওয়েস্ট ইন্ডিজও। এমনকি সিরিজের সাথে সংশ্লিষ্ট ধারাভাষ্যকার, আম্পায়াররাও একইভাবে পাড়ি দেন আটলান্টিক। ১ জুলাই একমাত্র অনুশীলন সেশনটিও ভেসে যায় বৃষ্টিতে। দুই দল মাঠে এলেও অনুশীলন ছাড়াই হোটেলে ফেরে। ফলে গতকাল (২ জুলাই) মাঠে নামার আগে দুই দলই একই চ্যালেঞ্জ পাড়ি দিয়ে এসেছে।

বৃষ্টির কারণে ম্যাচ শুরু হয় প্রায় দুই ঘন্টা দেরিতে। ১৬ ওভারে নেমে আসা ম্যাচে টস হেরে আগে ব্যাট করে বাংলাদেশ। দুই ওপেনার মুনিম শাহরিয়ার (৩ বলে ২) ও এনামুল হক বিজয়কে (১০ বলে ৬) হারিয়েও পাওয়ার প্লের ৫ ওভারে ২ উইকেটে ৪৬ রান। অথচ সেখান থেকে ৭৭ রানে হারাতে হয় ৭ উইকেট।

সাকিব আল হাসানের ১৫ বলে ২৯ রানের সাথে শেষদিকে নুরুল হাসান সোহানের ১৬ বলে ২৫ রানে ১৩ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৫ রান তোলে সফরকারীরা। মাঝে দুই দফা বৃষ্টি নামায় নির্ধারিত সময় পেরিয়ে যায়, ফলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হয় আম্পায়াররা।

ফেরি যাত্রা, অনুশীলনের সুযোগ না পাওয়াকে অজুহাত হিসেবে না দেখিয়ে সংবাদ সম্মেলনে ডোমিঙ্গো বলেন, ‘হ্যাঁ এটা আদর্শ নয় কিন্তু এখানে অজুহাত দেওয়ার কিছু নেই, ওয়েস্ট ইন্ডিজের জন্যও ব্যাপারগুলো একই ছিল। আমরা আসলে টস জিততে চেয়েছি (আগে বল করার জন্য), কিন্তু হেরে গেছি। এটা আসলে খেলারই অংশ।’

আজ ঘুরে দাঁড়াবে বাংলাদেশ বিশ্বাস টাইগার কোচের, ‘আমি নিশ্চিত দ্বিতীয় ম্যাচে আমাদের উন্নতি হবে। কারণ কয়েকজন খেলোয়াড় খেলার বাইরে ছিল বেশ কয়েক সপ্তাহ। মাহমুদউল্লাহ, আফিফ দক্ষিণ আফ্রিকা সফরের পর প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে খেললো। যেটা কয়েক মাস হয়ে গেছে। তো তারা আরও ভালো করবে।’

শুরুতে অজুহাত না দিলেও ব্যাটিংয়ে যথারীতি ব্যর্থ বাংলাদেশকে বাঁচাতে ডোমিঙ্গো ঢাল হিসেবে ফেরি যাত্রাকে সামনে আনলেন, ‘৪৫ রানে ২ উইকেট, আমাদের শুরু ভালো ছিল। এরপর খুব বাজে ( ক্রিকেট খেলেছি)। তবে আমি নিশ্চিত পরের ম্যাচে আমরা ভালো করবো। ছেলেদের লম্বা ফেরি যাত্রা করতে হয়েছে, গতকাল (শুক্রবার) কোনো অনুশীলন করা সম্ভব হয়নি… আজকের খেলাও পরিত্যক্ত হয়ে গেলো। তবু ১২-১৩ ওভারের মতো খেলার সুযোগ পেলাম আমরা। আমি নিশ্চিত পরের ম্যাচে আরও ভালো পারফরম্যান্স দেখা যাবে।’

৯৭ প্রতিবেদক

Read Previous

বাংলাদেশের ১৩ ওভারের রোলার কোস্টার, অতঃপর…

Read Next

ডোমিঙ্গোর চোখে সোহান টি-টোয়েন্টিতে গুরুত্বপূর্ণ ও শক্তিশালী

Total
16
Share