বাংলাদেশের ১৩ ওভারের রোলার কোস্টার, অতঃপর…

বাংলাদেশের ১৩ ওভারের রোলার কোস্টার, অতঃপর...
Vinkmag ad

আগে থেকেই পূর্বাভাস বলছিল বৃষ্টির কথা। ম্যাচের আগেরদিন থেকে অনবরত বৃষ্টি সে শঙ্কা বাড়িয়েছে আরও। তবে শেষ পর্যন্ত রোদ-বৃষ্টির লুকোচুরির মাঝেই ওভার কমিয়ে ডমিনিকার উইন্ডসর স্টেডিয়ামে মাঠে গড়ায় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-টোয়েন্টি। তবে দফায় দফায় বৃষ্টির হানায় শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্তই ঘোষণা করতে হয়।

তার আগে প্রথমে ১৬ ও পরে ১৪ ওভারে নেমে আসা ম্যাচে ১৩ ওভার ব্যাট করতে পেরেছে টস হারা বাংলাদেশ। আরেক দফা হতশ্রী ব্যাটিং প্রদর্শনীতে তাতে ৮ উইকেটে ১০৫ রান তোলা যায়। সাকিবের ১৫ বলে ২৯ ও সোহানের ১৬ বলে ২৫ ছাড়া বলার মতো কোনো স্কোর নেই ব্যাটারদের।

বৃষ্টির কারণে এ দিন নির্ধারিত সময়ের ৭০ মিনিট পর টস অনুষ্ঠিত হয়। ২০১৫ সালের নভেম্বরে সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা এনামুল হক বিজয়কে নিয় একাদশ সাজায় বাংলাদেশ।

এই ম্যাচ নিয়ে সর্বশেষে ৬ ম্যাচে চতুর্থ ভিন্ন উদ্বোধনী জুটি দেখেছে টাইগাররা। তবে তাতে লাভ হয়নি কিছুই।

মুনিম শাহরিয়ার ও এনামুল হক বিজয়ের নতুন উদ্বোধনী জুটি (৩ বলে ২ রান) হতাশই করেছে। আকিল হোসেনের করা ইনিংসের প্রথম ওভারেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন মুনিম (৩ বলে ২)।

তবে তিন নম্বরে নামা সাকিবকে নিয়ে প্রায় ৭ বছর পর টি-টোয়েন্টি জার্সিতে খেলতে নামা বিজয় ছিলেন ছন্দেই।

ইনিংসের দ্বিতীয় ওভারে দুজনে হাঁকান একটি করে চার। আকিলের করা পরের ওভারে আরও আক্রমণাত্মক সাকিব, হাঁকান একটি করে চার, ছক্কা। তবে ওবেদ ম্যাকয়ের বলে আউট হয়ে ইনিংস লম্বা করতে পারেননি বিজয় (১০ বলে ১৬)।

ভাঙে সাকিবের সাথে ৩৪ রানের জুটি। পাওয়ার প্লের ৫ ওভারে বাংলাদেশের স্কোরবোর্ডে ২ উইকেটে ৪৬ রান।

৬ষ্ঠ ওভারে আক্রমণে আসা হেইডেন ওয়ালশ জুনিয়রের প্রথম বলেই ছক্কা মেরে শুরু সাকিবের। তবে ৭ম ওভারে লিটন (১৪ বলে ৯) আউট রোমারিও শেফার্ডের স্লোয়ার শর্ট বলে।

দারুণ ব্যাটিং করতে থাকা সাকিবও ফিরেছেন পরের ওভারে। ওয়ালশ জুনিয়রের বেশ বাইরের বল তাড়া করে ক্যাচ দেন উইকেটের পেছনে। ১৫ বলে ২৯ রানের ইনিংসটি সাজান ২ চার ২ ছক্কায়।

সাকিবের বিদায়ের এক বল পরেই বৃষ্টি নামে। আর তাতে ম্যাচের দৈঘ্য কমে ১৪ ওভারে নেমে আসে। ২৫ মিনিট পর খেলা শুরু হলে প্রথম বলেই ওয়ালশ জুনিয়রের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন আফিফ হোসেন (২ বলে ০)।

পরিস্থিতির দাবি মেটাতে পারেননি অধিনায়ক রিয়াদ (১৩ বলে ৮)। শেফার্ডের একই ওভারে ফেরেন শেখ মেহেদীও (৩ বলে ১)। আর তাতে ৭৭ রানে ৭ উইকেট হারায় বাংলাদেশ।

শেষদিকে সোহানের ১৬ বলে ১ চার ২ ছক্কায় সাজানো ২৫ রানের ইনিংসে ১০০ পেরোয় সফরকারীরা। ১৩ ওভারে ৮ উইকেটে ১০৫ রান তুলতেই আরেক দফা বৃষ্টি নামে। বৃষ্টি থামলেও বাংলাদেশ আর ব্যাট করার সুযোগ পায়নি। শেষ পর্যন্ত অতটুকুতেই স্থানীয় সময় বিকাল ৫ টা ১৮ মিনিটে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করে আম্পায়াররা।

সংক্ষিপ্ত স্কোরঃ

বাংলাদেশ ১০৫/৮ (১৩), মুনিম ২, বিজয় ১৬, সাকিব ২৯, লিটন ৯, মাহমুদউল্লাহ ৮, আফিফ ০, নুরুল ২৫, মেহেদী ১, নাসুম ৭*, শরিফুল ০*; আকিল ৩-০-২২-১, শেফার্ড ৩-০-২১-৩, ম্যাকয় ২-০-১৬-১, স্মিথ ২-০-২২-১, ওয়ালশ ৩-০-২৪-২

বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত।

৯৭ প্রতিবেদক

Read Previous

ব্যাটে-বলে বুমরাহর দাপট, শক্ত অবস্থানে ভারত

Read Next

অজুহাত না দিয়ে ডোমিঙ্গো দিলেন প্রতিশ্রুতি

Total
1
Share