ব্যাটে-বলে বুমরাহর দাপট, শক্ত অবস্থানে ভারত

ব্যাটে-বলে বুমরাহর দাপট, শক্ত অবস্থানে ভারত
Vinkmag ad

জাসপ্রীত বুমরাহর অলরাউন্ডিং পারফরম্যান্সে বার্মিংহামে ৫ম টেস্টে ইংল্যান্ডকে চেপে ধরেছে সফরকারী ভারত। ১ম ইনিংসে ভারতের ৪১৬ রানের জবাবে ২য় দিন পর্যন্ত ইংলিশদের স্কোর ৫ উইকেটে ৮৪ রান। এখনও তারা পিছিয়ে আছে ৩৩২ রানে।

২য় দিনে রবীন্দ্র জাদেজা সেঞ্চুরি পেলেও প্রথমবারের মত অধিনায়ক হওয়া বুমরাহ ছিলেন স্বমহিমায় উজ্জ্বল। ব্যাট হাতে গড়েছেন বিশ্বরেকর্ড।

টি-টোয়েন্টিতে এর আগে ২০০৭ সালে যুবরাজ সিংয়ের কাছে ৬ ছক্কা হজম করেছিলেন স্টুয়ার্ট ব্রড। এবার অতিরিক্ত রানসহ ব্রডের কাছ থেকে ৩৫ রান সংগ্রহ করলেন বুমরাহ, যা টেস্টে ১ ওভারে সর্বোচ্চ রান দেওয়ার রেকর্ড।

রিশাব পান্টের মারকুটে সেঞ্চুরি, জাদেজার দায়িত্বশীল ইনিংস ও বুমরাহর ধ্বংসাত্মক ব্যাটিংয়ে বড় স্কোরই পায় ভারত। পান্ট ১১১ বলে ১৪৬, জাদেজা ১৯৪ বলে ১০৪ ও বুমরাহ মাত্র ১৬ বলে অপরাজিত ৩১ রান করেন।

ইংলিশদের পক্ষে জেমস অ্যান্ডারসন ৫টি ও ম্যাথু পটস ২টি পান।

ব্যাটিংয়ের পর বোলিংয়েও স্বভাবসুলভ গতির ঝড় তোলেন বুমরাহ। ১ম ৩ উইকেট তার শিকার। বাকি ২ উইকেট নেন মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ।

রুট ৩১ রান করে আউট হন। জনি বেয়ারস্টো ১২ ও অধিনায়ক বেন স্টোকস ০ রানে অপরাজিত আছেন।

সংক্ষিপ্ত স্কোরঃ

ভারতের ১ম ইনিংসঃ ৪১৬/১০ (৮৪.৫), শুবমান ১৭, পুজারা ১৩, হনুমা ২০, কোহলি ১১, শ্রেয়াস ১৫, পান্ট ১৪৬, জাদেজা ১০৪, শারদুল ১, শামি ১৬, বুমরাহ ৩১*, সিরাজ ২; অ্যান্ডারসন ২১.৫-৪-৬০-৫, পটস ২০-১-১০৫-২, ব্রড ১৮-৩-৮৯-১, স্টোকস ১৩-০-৪৭-১, রুট ৩-০-২৩-১

ইংল্যান্ডের ১ম ইনিংসঃ ৮৪/৫ (২৭), লিস ৬, ক্রলি ৯, পোপ ১০, রুট ৩১, বেয়ারস্টো ১২*, লিচ ০, স্টোকস ০*; বুমরাহ ১১-১-৩৫-৩, শামি ১৩-৩-৩৩-১, সিরাজ ৩-২-৫-১

ইংল্যান্ড ৩৩২ রানে পিছিয়ে।

৯৭ ডেস্ক

Read Previous

সাড়ে ৬ বছর পর ফিরে বিজয়ের ১৬

Read Next

বাংলাদেশের ১৩ ওভারের রোলার কোস্টার, অতঃপর…

Total
1
Share