

জাসপ্রীত বুমরাহর অলরাউন্ডিং পারফরম্যান্সে বার্মিংহামে ৫ম টেস্টে ইংল্যান্ডকে চেপে ধরেছে সফরকারী ভারত। ১ম ইনিংসে ভারতের ৪১৬ রানের জবাবে ২য় দিন পর্যন্ত ইংলিশদের স্কোর ৫ উইকেটে ৮৪ রান। এখনও তারা পিছিয়ে আছে ৩৩২ রানে।
২য় দিনে রবীন্দ্র জাদেজা সেঞ্চুরি পেলেও প্রথমবারের মত অধিনায়ক হওয়া বুমরাহ ছিলেন স্বমহিমায় উজ্জ্বল। ব্যাট হাতে গড়েছেন বিশ্বরেকর্ড।
টি-টোয়েন্টিতে এর আগে ২০০৭ সালে যুবরাজ সিংয়ের কাছে ৬ ছক্কা হজম করেছিলেন স্টুয়ার্ট ব্রড। এবার অতিরিক্ত রানসহ ব্রডের কাছ থেকে ৩৫ রান সংগ্রহ করলেন বুমরাহ, যা টেস্টে ১ ওভারে সর্বোচ্চ রান দেওয়ার রেকর্ড।
রিশাব পান্টের মারকুটে সেঞ্চুরি, জাদেজার দায়িত্বশীল ইনিংস ও বুমরাহর ধ্বংসাত্মক ব্যাটিংয়ে বড় স্কোরই পায় ভারত। পান্ট ১১১ বলে ১৪৬, জাদেজা ১৯৪ বলে ১০৪ ও বুমরাহ মাত্র ১৬ বলে অপরাজিত ৩১ রান করেন।
ইংলিশদের পক্ষে জেমস অ্যান্ডারসন ৫টি ও ম্যাথু পটস ২টি পান।
ব্যাটিংয়ের পর বোলিংয়েও স্বভাবসুলভ গতির ঝড় তোলেন বুমরাহ। ১ম ৩ উইকেট তার শিকার। বাকি ২ উইকেট নেন মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ।
রুট ৩১ রান করে আউট হন। জনি বেয়ারস্টো ১২ ও অধিনায়ক বেন স্টোকস ০ রানে অপরাজিত আছেন।
সংক্ষিপ্ত স্কোরঃ
ভারতের ১ম ইনিংসঃ ৪১৬/১০ (৮৪.৫), শুবমান ১৭, পুজারা ১৩, হনুমা ২০, কোহলি ১১, শ্রেয়াস ১৫, পান্ট ১৪৬, জাদেজা ১০৪, শারদুল ১, শামি ১৬, বুমরাহ ৩১*, সিরাজ ২; অ্যান্ডারসন ২১.৫-৪-৬০-৫, পটস ২০-১-১০৫-২, ব্রড ১৮-৩-৮৯-১, স্টোকস ১৩-০-৪৭-১, রুট ৩-০-২৩-১
ইংল্যান্ডের ১ম ইনিংসঃ ৮৪/৫ (২৭), লিস ৬, ক্রলি ৯, পোপ ১০, রুট ৩১, বেয়ারস্টো ১২*, লিচ ০, স্টোকস ০*; বুমরাহ ১১-১-৩৫-৩, শামি ১৩-৩-৩৩-১, সিরাজ ৩-২-৫-১
ইংল্যান্ড ৩৩২ রানে পিছিয়ে।