

অ্যান্টিগা ও সেন্ট লুসিয়ায় টানা দুই টেস্ট হেরে ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু করে বাংলাদেশ। টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়া বাংলাদেশের টি-টোয়েন্টি অ্যাসাইনমেন্ট শুরু আজ থেকে।
৩ ম্যাচের সিরিজে ডমিনিকার উইন্ডসর পার্কে প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। বৃষ্টির কারণে অবশ্য ম্যাচ নির্ধারিত সময়ে শুরু হয়নি।
বাংলাদেশ সময় রাত ১২ টা ৪৫ মিনিটে টস হয়। যেখানে জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ।
West Indies won the toss and opted to bowl first.#BCB #cricket #WIvBAN pic.twitter.com/z1lGrxXxWh
— Bangladesh Cricket (@BCBtigers) July 2, 2022
বৃষ্টির কারণে দৈর্ঘ কমে এসেছে ম্যাচের। ২০ ওভারের বদলে প্রতি ইনিংসে হবে ১৬ ওভার। যেখানে পাওয়ারপ্লে থাকবে ৫ ওভার। ৪ জন বোলার ৩ ওভার করে বল করবেন, কেবল ১ জন বোলার সর্বোচ্চ ৪ ওভার বল করতে পারবেন।
বাংলাদেশ একাদশ-
মুনিম শাহরিয়ার, লিটন দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ-
কাইল মায়ের্স, ব্রেন্ডন কিং, শামার ব্রুকস, নিকোলাস পুরান (অধিনায়ক ও উইকেটরক্ষক), রভম্যান পাওয়েল, ডেভন থমাস, ওডিন স্মিথ, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, ওবেদ ম্যাকয় ও হেইডেন ওয়ালশ জুনিয়র।