বিজয়-মুনিমকে লাইসেন্স দিয়েই ওপেনিংয়ে পাঠাচ্ছে টিম ম্যানেজমেন্ট

উদ্বোধনী জুটিতে বিজয়ের সঙ্গী মুনিম!
Vinkmag ad

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে ওপেন করবেন এনামুল হক বিজয় ও মুনিম শাহরিয়ার। নতুন এই উদ্বোধনী জুটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত নির্বাচক হাবিবুল বাশার। তিনি জানিয়েছেন পাওয়ার প্লে ব্যবহারের সর্বোচ্চ লাইসেন্স দেওয়া হয়েছে দুজনকে। ব্যর্থ হলেও কিছু মনে করবে না টিম ম্যানেজমেন্ট।

সর্বশেষ পাঁচ ম্যাচেই তিনটি ভিন্ন ভিন্ন উদ্বোধনী জুটি দেখা গিয়েছে। আফগানিস্তানের বিপক্ষে ওপেন করেন অভিষিক্ত মুনিম শাহরিয়ার ও নাইম শেখ। এর আগে পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচে নাইম শেখ ও সাইফ হাসান। শেষ ম্যাচে নাইম শেখের সঙ্গী হন নাজমুল হোসেন শান্ত।

প্রায় ৭ বছর পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন এনামুল হক বিজয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মুনিম শাহরিয়ারের সাথে তাকেই ইনিংস উদ্বোধন করতে দেখা যাবে।

দুজনকে নিয়ে নিজের ভাবনা জানিয়েছেন নির্বাচক হাবিবুল বাশার। রাজশাহীতে চলমান বাংলাদেশ টাইগার্স ও এইচপির মধ্যকার চারদিনের ম্যাচ দেখার ফাঁকে আজ (২ জুলাই) কথা বলেন সংবাদ মাধ্যমের সাথে।

তার ভাষায়,

‘নতুন ওপেনিং জুটি (বিজয়-মুনিম)। তবে দুজনেই এক্সাইটিং ক্রিকেট খেলে থাকে। টি-টোয়েন্টি ফরম্যাটটা এবার আমরা ভিন্নভাবে খেলতে চাচ্ছি এবার।টিম ম্যানেজমেন্টের চাওয়া। গত কিছুদিন আমরা পাওয়ার প্লে টা ভালোভাবে কাজে লাগাতে পারিনি। আশা করছি নতুন এই দুজন ওপেনার পাওয়ার প্লে টা কাজে লাগাতে পারবে।’

‘সে চিন্তা থেকেই তাদের নেওয়া হয়েছে। অবশ্যই তাদের উপর কোনো চাপ দেওয়া হচ্ছে না। কিন্তু আমরা চাই তারা তাদের স্বাভাবিক খেলাটা যেন খেলে। পাওয়ার প্লেতে আমরা যে ব্যাটিংটা দেখতে চাই আরকি। সেটা করতে গিয়ে তারা ব্যর্থ হলেও আমরা কিছু মনে করবো না।’

‘কারণ তাদেরকে সে লাইসেন্স দিয়েই দলে নেওয়া হয়েছে। তারা যেন তাদের স্বাভাবিক খেলাটা খেলে এবং প্রথম ৬ ওভার ব্যবহার করে। সে ক্ষেত্রে তারা ব্যর্থ হলেও সমস্যা নাই। আমরা চাই তারা যেন ঐ ইন্টেন্ট নিয়ে খেলে।’

ডমিনিকার উইন্ডসর পার্কে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ১১ টায় মুখোমুখি হবে দুই দল। যদিও বৃষ্টির কারণে রয়েছে শঙ্কা।

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুইটি পরপর দুইদিন এই মাঠে অনুষ্ঠিত হবে। তৃতীয় ও শেষে ম্যাচটি ৭ জুলাই গায়ানাতে অনুষ্ঠিত হবে।

৯৭ ডেস্ক

Read Previous

ব্রডের এক ওভারে সর্বোচ্চ রান নেওয়ার রেকর্ড গড়লেন বুমরাহ

Read Next

সৌম্যের পর রাব্বিরও সেঞ্চুরি মিস, শক্ত অবস্থানে বাংলাদেশ টাইগার্স

Total
9
Share