গলে তিনদিনেই লঙ্কানদের হারাল অস্ট্রেলিয়া

গলে তিনদিনেই লঙ্কানদের হারাল অস্ট্রেলিয়া
Vinkmag ad

৩ দিনেই গলে টেস্ট জয়লাভ করেছে সফরকারী অস্ট্রেলিয়া। স্বাগতিক শ্রীলঙ্কাকে তারা ১০ উইকেটের ব্যবধানে হারিয়েছে। অস্ট্রেলিয়ার স্পিনাররা পার্থক্য গড়ে দিয়েছেন ম্যাচে।

৮ উইকেটে ৩১৩ রান নিয়ে খেলতে নামা অস্ট্রেলিয়া আর ৮ রান যোগ করে বাকি ২ উইকেটও হারিয়ে বসে। সর্বোচ্চ ৭৭ রান ক্যামেরুন গ্রিনের। উসমান খাজা ৭১ ও অ্যালেক্স ক্যারি ৪৫ রান করেন।

লঙ্কানদের পক্ষে রমেশ মেন্ডিস ৪টি এবং জেফরি ভ্যান্ডারসে ও আসিথা ফার্নান্ডো ২টি করে উইকেট পান।

১০৯ রানে পিছিয়ে থেকে ২য় ইনিংস শুরু করে শ্রীলঙ্কা। অজি ৩ স্পিনারের কাছে পর্যুদস্ত হয়ে যায় লঙ্কান ব্যাটসম্যানরা। মাত্র ১১৩ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। অধিনায়ক দিমুথ করুণারত্নে ২৩ ও পাথুম নিশাঙ্কা ১৪ রান করেন।

নাথান লায়ন ৪টি ও মিচেল সুইপসন ২টি উইকেট নেন। পার্টটাইম অফস্পিনার ট্রাভিস হেড ২.৫ ওভারে মাত্র ১০ রানে ৪ উইকেট পান।

মাত্র ৫ রানের টার্গেটে খেলতে নেমে রমেশ মেন্ডিসকে চার ও ছক্কা হাকিয়ে মাত্র ৪ বলে দলকে জয় এনে দেন ডেভিড ওয়ার্নার।

৭৭ রান করে ম্যাচ সেরার পুরস্কার পান অস্ট্রেলিয়ার ক্যামেরুন গ্রিন।

সংক্ষিপ্ত স্কোরঃ

শ্রীলঙ্কার ১ম ইনিংসঃ ২১২/১০ (৫৯), নিশাঙ্কা ২৩, করুণারত্নে ২৮, কুশল ৩, ম্যাথুজ ৩৯, ধনঞ্জয়া ১৪, চান্দিমাল ০, ডিকওয়েলা ৫৮, রমেশ ২২, ভ্যান্ডারসে ৬, এম্বুলদেনিয়া ৬, আসিথা ২*; স্টার্ক ৯-০-৩১-১, কামিন্স ১২-৪-২৫-১, লায়ন ২৫-২-৯০-৫, সুইপসন ১৩-০-৫৫-৩

অস্ট্রেলিয়ার ১ম ইনিংসঃ ৩২১/১০ (৭০.৫), খাজা ৭১, ওয়ার্নার ২৫, লাবুশেইন ১৩, স্মিথ ৬, হেড ৬, গ্রিন ৭৭, ক্যারি ৪৫, স্টার্ক ১০, কামিন্স ২৬, লায়ন ১৫*, সুইপসন ১; রমেশ মেন্ডিস ৩২-০-১১২-৪, ধনঞ্জয়া ডি সিলভা ৫-০-৮-১, জেফরি ভ্যান্ডারসে ১০-০-৬৮-২, আসিথা ৮.৫-১-৩৭-২

শ্রীলঙ্কার ২য় ইনিংসঃ ১১৩/১০ (২২.৫), নিশাঙ্কা ১৪, করুণারত্নে ২৩, কুশল ৮, ওশাদা ১২, ধনঞ্জয়া ১১, চান্দিমাল ১৩, ডিকওয়েলা ৩, রমেশ ০, ভ্যান্ডারসে ৮, এম্বুলদেনিয়া ০, আসিথা ৫*; লায়ন ১১-১-৩১-৪, সুইপসন ৭-০-৩৪-২, হেড ২.৫-০-১০-৪

অস্ট্রেলিয়ার ২য় ইনিংসঃ ১০/০ (০.৪), ওয়ার্নার ১০*, ফিঞ্চ ০*; রমেশ ০.৪-০-১০-০

ফলাফলঃ অস্ট্রেলিয়া ১০ উইকেটে জয়ী

ম্যাচ সেরাঃ ক্যামেরুন গ্রিন (অস্ট্রেলিয়া)।

৯৭ ডেস্ক

Read Previous

প্রস্তুতি ছাড়াই খেলা, রিয়াদ বলছেন খেল দেখাতে হবে মাথা দিয়ে

Read Next

১৩ বছর আগের স্মৃতি রোমন্থনে রিয়াদের সঙ্গী সাকিব

Total
1
Share