এজবাস্টনে টি-টোয়েন্টি মেজাজে পান্টের সেঞ্চুরি, রেকর্ড বইয়ে উঠল নাম

এজবাস্টনে টি-টোয়েন্টি মেজাজে পান্টের সেঞ্চুরি, রেকর্ড বইয়ে উঠল নাম
Vinkmag ad

রিশাব পান্ট, আক্রমণে যেন এক মাস্টারক্লাস!!! ব্যাট হাতে তান্ডব চালিয়ে করেছেন পঞ্চম টেস্ট সেঞ্চুরি। এখন পর্যন্ত যা তার দ্রুততম (৮৯ বলে)। এটি পান্টের জন্য একটি বিশেষ ইনিংসও বটে, দলের বিপর্যয়েও ইংলিশ বোলারদের ওপর করলেন পালটা আক্রমণ।

ইংল্যান্ডের বিরুদ্ধে চলমান এজবাস্টন টেস্টের প্রথম দিন পেয়েছেন ক্যারিয়ারের ৫ম টেস্ট সেঞ্চুরি। তাও আবার বেশ বিধ্বংসী মেজাজে ব্যাট চালিয়ে, মাত্র ৮৯ বলে। শতরানের ইনিংস সাজাতে মারেন ১৫টি চার ও ১টি ছয়।

এই সেঞ্চুরি হাঁকিয়ে আরও একটি খ্যাতি অর্জন করেন এই ব্যাটার। উইকেটরক্ষক হিসেবে ভারতের হয়ে দ্রুততম টেস্ট সেঞ্চুরি করেছেন।

 

View this post on Instagram

 

A post shared by cricket97 (@cricket97bd)

বার্মিংহামের এই মাঠে রিশাব পান্টের এটাই এখন দ্রুততম টেস্ট সেঞ্চুরি। ১৯০২ সাল থেকে এজবাস্টন গ্রাউন্ড টেস্ট ম্যাচ আয়োজন করে আসছে। এর আগে এখানে কোন টেস্ট খেলুড়ে দলের খেলোয়াড় ১০০ বলে সেঞ্চুরি করতে পারেননি। ২০০৬ সালে কেভিন পিটারসেন ১১৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন, যা এতোদিন দ্রুততম ছিল।

ইংল্যান্ডে দুই বা তার বেশি টেস্ট সেঞ্চুরি করা প্রথম সফরকারী কোন উইকেটরক্ষক হলেন রিশাব পান্ট।

ভারতের স্কোর যখন ৫ উইকেটে ৯৮ রান, তারপর পান্ট-জাদেজা জুটি ভারতের ইনিংসের হাল ধরেন। দু’জনে ষষ্ঠ উইকেটে ইংলিশ বোলারদের ওপর চালান পালটা আক্রমণ।

৯৭ ডেস্ক

Read Previous

সৌম্য’র সেঞ্চুরি মিসের আক্ষেপ, এখনো এগিয়ে এইচপি

Read Next

প্রস্তুতি ছাড়াই খেলা, রিয়াদ বলছেন খেল দেখাতে হবে মাথা দিয়ে

Total
10
Share