

গতকাল থেকে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে শুরু হয়েছে হাই পারফরম্যান্স (এইচপি) দল ও বাংলাদেশ টাইগার্সের মধ্যকার ৪ দিনের ম্যাচ। প্রথম ২ দিন দুই দলের বোলাররা দাপট দেখিয়েছে।
বৃষ্টিবিঘ্নিত ১ম দিনে খেলা হয়েছিল ৫৩ ওভার। যেখানে আগে ব্যাট করা এইচপি দল ৬ উইকেটে ১৭৬ রান তোলে। অধিনায়ক ১৪ ও মৃত্যুঞ্জয় ৩০ রান নিয়ে অপরাজিত ছিলেন।
আজ ২য় দিনে আর ১৯.১ ওভার টেকে এইচপির ইনিংস। ৭২.১ ওভারে ২২৭ এ গুটিয়ে যায় তারা। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান আসে আকবর আলির ব্যাট থেকে, ৩৭ রান করেন মৃত্যুঞ্জয়।
আগের দিন ২ উইকেট নেওয়া নাইম হাসান আজ নেন আরও ৩ উইকেট। ইনিংসে ৬৭ রান খরচে ৫ উইকেট শিকার করেন তিনি। আগের দিন ৩ উইকেট নেওয়া হাসান মাহমুদ আজ ৩ ওভার বল করে কোন উইকেটের দেখা পাননি।
ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার নাইম শেখের উইকেট হারায় বাংলাদেশ টাইগার্স। মৃত্যুঞ্জয় চৌধুরীর বলে রিশাদ হাসানকে ক্যাচ দিয়ে ফেরা নাইম শেখের অবদান ৯ রান।
তবে তিনে নামা ইমরুল কায়েসকে নিয়ে বিপদ পার করেন সৌম্য সরকার। এই জুটিতে আসে ৪২ রান। ২৪ রান করা ইমরুল কায়েসকে ফেরান মুশফিক হাসান।
চারে নামা জাকির হাসান ১৪ রানের বেশি করতে পারেননি, তাকে ফেরান মুকিদুল ইসলাম মুগ্ধ। ৪র্থ উইকেট জুটি ৫০ ছাড়ায়। ফিফটি তুলে নেন সৌম্য সরকার। শেষমেশ অবশ্য ফেরেন সেঞ্চুরি মিসের হতাশা নিয়ে। মুকিদুলের ২য় শিকার হবার আগে ১৩৬ বলে ১০ চার ও ২ ছয়ে ৮১ রান করেন তিনি।
সৌম্যকে যোগ্য সঙ্গ দেওয়া ফজলে মাহমুদ রাব্বি ৩৫ রান করে অপরাজিত আছেন। অবশ্য রিপন মন্ডলের জোড়া শিকার হয়ে সাজঘরে জাকের আলি (৪) ও নাইম হাসান (১)।
৬ উইকেটে ১৯৪ রান নিয়ে দিন পার করে বাংলাদেশ টাইগার্স। এখনো তারা পিছিয়ে ৩৩ রানে।
সংক্ষিপ্ত স্কোর (২য় দিন শেষে):
এইচপি ১ম ইনিংসে ২২৭/১০ (৭২.১), মাহফিজুল ৪৭, তামিম ১১, অমিত ০, দিপু ২১, হৃদয় ৭, আইচ ১৯, আকবর ৪১, মৃত্যুঞ্জয় ৩৭, রিশাদ ৫, আনামুল ১২, রিপন ০*; রাহি ৯-০-৪০-১, নাইম ১৮.১-৩-৬৭-৫, হাসান ১৪-৩-৪৭-৩, তানভীর ১১-২-১৭-১
বাংলাদেশ টাইগার্স ১ম ইনিংসে ১৯৪/৬ (৫৫), নাইম ৯, সৌম্য ৮১, ইমরুল ২৪, জাকির ১৪, রাব্বি ৩৫*, জাকের ৪, নাইম ১; মুগ্ধ ১২-১-৩৩-২, রিপন ৯-২-২৫-২, মৃত্যুঞ্জয় ৬-১-২১-১, মুশফিক ১০-১-২৪-১
এইচপি ৩৩ রানে এগিয়ে।