ভারতের বিপক্ষে ইংল্যান্ডের দুই স্কোয়াড ঘোষণা

ভারতের বিপক্ষে ইংল্যান্ডের দুই স্কোয়াড ঘোষণা
Vinkmag ad

আগামী ৭ জুলাই ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ইংল্যান্ডের। এরপর আছে ওয়ানডে সিরিজও। এই দুই সিরিজকে সামনে রেখে দুই পৃথক স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ডের সিলেকশন কমিটি।

এই সিরিজ দিয়েই সীমিত ওভারের ক্রিকেটে জস বাটলার অধ্যায় শুরু হচ্ছে ইংল্যান্ড ক্রিকেটে। পূর্ণ মেয়াদে অধিনায়কত্ব পাওয়া বাটলারের অধিনায়কের আর্মব্যান্ড পরার শুরু এই সিরিজ দিয়েই।

ওয়ানড স্কোয়াডে নাম আছে বেন স্টোকসের। ২০২১ সালের জুলাইয়ের পর আর ওয়ানডে ক্রিকেট খেলা হয়নি স্টোকসের।

টি-টোয়েন্টি স্কোয়াড-

জস বাটলার (অধিনায়ক), মইন আলি, হ্যারি ব্রুক, স্যাম কারেন, রিচার্ড গ্লেসন, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, টাইমাল মিলস, ম্যাথু পার্কিনসন, জেসন রয়, ফিল সল্ট, রিস টপলে ও ডেভিড উইলি।

ওয়ানডে স্কোয়াড-

জস বাটলার (অধিনায়ক), মইন আলি, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, স্যাম কারেন, লিয়াম লিভিংস্টোন, ক্রেইগ ওভারটন, ম্যাথু পার্কিনসন, জো রুট, জেসন রয়, ফিল সল্ট, বেন স্টোকস, রিস টপলি ও ডেভিড উইলি।

টি-টোয়েন্টি সিরিজের সূচি-

১ম টি-টোয়েন্টি- ৭ জুলাই, এজিয়াস বোল
২য় টি-টোয়েন্টি- ৯ জুলাই, এজবাস্টন
৩য় টি-টোয়েন্টি- ১০ জুলাই, ট্রেন্টব্রিজ

ওয়ানডে সিরিজের সূচি-

১ম ওয়ানডে- ১২ জুলাই, কিয়া ওভাল
২য় ওয়ানডে- ১৪ জুলাই, লর্ডস
৩য় ওয়ানডে- ১৭ জুলাই, ওল্ড ট্র্যাফোর্ড।

৯৭ ডেস্ক

Read Previous

হেরাথ-কপিলদের ছাড়িয়ে সেরা দশে নাথান লায়ন

Read Next

সৌম্য’র সেঞ্চুরি মিসের আক্ষেপ, এখনো এগিয়ে এইচপি

Total
9
Share