

শ্রীলঙ্কার বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে অস্ট্রেলিয়া। এই সিরিজের নাম দেওয়া হয়েছে ওয়ার্ন-মুরালি সিরিজ। দুই দেশের দুই স্পিন কিংবদন্তির নামে হওয়া এই সিরিজে প্রথম টেস্ট জিতে নিয়েছে সফরকারীরা। স্পিন দিয়েই কাজের কাজটা করেছেন নাথান লায়ন।
প্রথম ইনিংসে ৫ ও ২য় ইনিংসে ৪ উইকেট নেন নাথান লায়ন। তার স্পিন ঘূর্ণিতে কাবু হয়ে কোনমতে ইনিংস ব্যবধানে হার এড়িয়েছে স্বাগতিকরা।
ম্যাচে ৯ উইকেট পাবার পথে প্রথমে নিউজিল্যান্ডের স্যার রিচার্ড হ্যাডলি (৪৩১), পরে শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ (৪৩৩) ও শেষে ভারতের কপিল দেবকে (৪৩৪) টপকে গেছেন নাথান লায়ন (৪৩৬)।
৪৩৬ টেস্ট উইকেট নিয়ে টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় সেরা দশে উঠে এসেছেন এই অজি স্পিনার।
এই তালিকায় ৮০০ উইকেট নিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে শ্রীলঙ্কার মুত্তিয়াহ মুরালিধরন। ৭০৮ উইকেট নিয়ে ২ নম্বরে আছেন না ফেরার দেশে পাড়ি জমানো অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন।
Nathan Lyon joins the elusive top-10 club 🙌#SLvAUS | #WTC23 pic.twitter.com/kblO1tzphX
— ICC (@ICC) July 1, 2022
টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক-
১. মুত্তিয়াহ মুরালিধরন (শ্রীলঙ্কা)- ৮০০
২. শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া)- ৭০৮
৩. জিমি অ্যান্ডারসন (ইংল্যান্ড)- ৬৫১
৪. অনিল কুম্বলে (ভারত)- ৬১৯
৫. গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া)- ৫৬৩
৬. স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড)- ৫৪৯
৭. কোর্টনি ওয়ালশ (ওয়েস্ট ইন্ডিজ)- ৫১৯
৮. রবিচন্দ্রন অশ্বিন (ভারত)- ৪৪২
৯. ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা)- ৪৩৯
১০. নাথান লায়ন (অস্ট্রেলিয়া)- ৪৩৬।