গ্রিন-ক্যারি জুটিতে বড় লিড পেল অস্ট্রেলিয়া

featured photo updated v 27
Vinkmag ad

গলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ১ম টেস্টে সুবিধাজনক অবস্থায় আছে সফরকারী অস্ট্রেলিয়া। ২য় দিন শেষে ৮ উইকেটে ৩১৩ রান করেছে তারা। লিড পেয়েছে ১০১ রানের।

দিনের শুরুতে অবশ্য গড়ায়নি এক বলও। বাজে আবহাওয়ার কারণে লাঞ্চ পর্যন্ত কোন খেলা হয়নি। আগের দিনের ৩ উইকেটে ৯৮ রান নিয়ে ব্যাটিং শুরু করে অজিরা।

আগের দিনের স্কোরের সাথে কোন রান যোগ না করে ফিরে যান ট্রাভিস হেড (৬)। ৫ম উইকেটে ওপেনার উসমান খাজার সাথে ৫৭ রানের জুটি গড়ে ওঠে ছয়ে নামা ক্যামেরুন গ্রিনের।

১৩০ বলে ৭ চারে ৭১ রান করে আউট হন খাজা। এরপর অ্যালেক্স ক্যারির সাথে ৮৪ রানের বড় জুটি হয় গ্রিনের। লিড পায় অজিরা। ক্যারি ৪৫ রানে ফিরে যান। সেঞ্চুরির পথে হাটতে থাকা গ্রিন দলীয় সর্বোচ্চ ৭৭ রান করে বিদায় নেন, ৬টি চারের সাহায্যে।

দিনের শেষভাগে প্যাট কামিন্স ব্যাটে ঝড় তুলেন। ১৬ বলে ১ চার ও ৩ ছয়ে ২৬ রানে অপরাজিত আছেন তিনি। সাথে রয়েছেন লঙ্কানদের ১ম ইনিংসে নেওয়া নাথান লায়ন (৮*)।

শ্রীলঙ্কার পক্ষে রমেশ মেন্ডিস ৪টি ও জেফরি ভ্যান্ডারসে ২টি উইকেট পান।

সংক্ষিপ্ত স্কোরঃ ২য় দিন শেষে

শ্রীলঙ্কার ১ম ইনিংসঃ ২১২/১০ (৫৯), নিশাঙ্কা ২৩, করুণারত্নে ২৮, কুশল ৩, ম্যাথুজ ৩৯, ধনঞ্জয়া ১৪, চান্দিমাল ০, ডিকওয়েলা ৫৮, রমেশ ২২, ভ্যান্ডারসে ৬, এম্বুলদেনিয়া ৬, আসিথা ২*; স্টার্ক ৯-০-৩১-১, কামিন্স ১২-৪-২৫-১, লায়ন ২৫-২-৯০-৫, সুইপসন ১৩-০-৫৫-৩

অস্ট্রেলিয়ার ১ম ইনিংসঃ ৩১৩/৮ (৬৯), খাজা ৭১, ওয়ার্নার ২৫, লাবুশেইন ১৩, স্মিথ ৬, হেড ৬, গ্রিন ৭৭, ক্যারি ৪৫, স্টার্ক ১০, কামিন্স ২৬*, লায়ন ৮*; রমেশ মেন্ডিস ৩১-০-১০৭-৪, ধনঞ্জয়া ডি সিলভা ৫-০-৮-১, জেফরি ভ্যান্ডারসে ১০-০-৬৮-২

অস্ট্রেলিয়া ১০১ রানে এগিয়ে।

৯৭ ডেস্ক

Read Previous

ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য ভারতীয় দল ঘোষণা

Read Next

হেরাথ-কপিলদের ছাড়িয়ে সেরা দশে নাথান লায়ন

Total
2
Share