ভারতের ৩৬তম টেস্ট অধিনায়ক জাসপ্রীত বুমরাহ

ভারতের ৩৬তম টেস্ট অধিনায়ক জাসপ্রীত বুমরাহ
Vinkmag ad

কোভিড পজিটিভ হয়ে স্কোয়াডের বাইরে ভারতের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্টে নেতৃত্ব দেবেন জাসপ্রীত বুমরাহ। রীতিমতো ইতিহাস গড়েই ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্ব পেলেন পেসার বুমরাহ।

রোহিত শর্মার বদলে জাসপ্রীত বুমরাহ নির্বাচিত হয়েছেন টিম ইন্ডিয়ার টেস্ট ক্যাপ্টেন। স্পিডস্টারের হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দিয়েছে বিসিসিআই। বুমরাহর ডেপুটি হিসেবে কাজ করবেন উইকেটকিপার ব্যাটার রিশাব পান্ট।

ভারতের ৩৬তম টেস্ট ক্যাপ্টেন হয়ে এজবাস্টনে টস করতে নামবেন জাসপ্রীত বুমরাজ। ৩৫ বছর পর এই প্ৰথমবার কোন পেসার জাতীয় টেস্ট দলের অধিনায়ক হচ্ছেন। এর আগে শেষবার টেস্ট দলের কোনও সিমার-ক্যাপ্টেনের মুকুট পেয়েছিলেন কপিল দেব, সেই ১৯৮৭-তে।

টেস্ট সিরিজ শুরুর আগেই ভারত ধাক্কা খেয়েছে অধিনায়ক রোহিত শর্মা করোনা আক্রান্ত হওয়ায়। এই সফরের স্কোয়াডে রোহিতের ডেপুটি হিসেবে ছিলেন লোকেশ রাহুল। ইনজুরি ইস্যুতে তিনি ছিটকে যান রোহিতের আগেই। স্বাভাবিকভাবেই বিকল্প চিন্তা করতে হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে।

গত বছর ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল ভারত। প্রথম চারটি টেস্ট নির্বিঘ্নেই হয়। কিন্তু পঞ্চম টেস্টের আগে করোনার প্রাদুর্ভাব বাড়ায়, সেটি স্থগিত হয়ে যায়। সেই টেস্টটিই আজ ১ জুলাই থেকে শুরু হওয়ার কথা বার্মিংহামের এজবাস্টনে। এই মুহূর্তে স্থগিত হয়ে যাওয়া সিরিজে ভারত এগিয়ে রয়েছে ২-১ ফলাফলে।

৯৭ ডেস্ক

Read Previous

স্কুল ক্রিকেটে বাজিমাত, ভারত সফরে যাচ্ছেন ১৫ জন

Read Next

ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য ভারতীয় দল ঘোষণা

Total
17
Share