

হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের বিপক্ষে আজ (৩০ জুন) থেকে শুরু হওয়া চারদিনের ম্যাচে বৃষ্টি বিঘ্নিত প্রথম দিন এগিয়ে আছে বাংলাদেশ টাইগার্স। ১৭৬ রান তুলতেই আকবর আলিদের ৬ উইকেট তুলে নেয় বাংলাদেশ টাইগার্স।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ টাইগার্স অধিনায়ক জাকির হাসান।
উদ্বোধনী জুটিতে ভালো শুরু পেয়েছিল এইচপি। দুই ওপেনার মাহফিজুল ইসলাম ও তানজিদ হাসান তামিম তুলে ফেলে ৪৬ রান। কিন্তু ইনিংসের ১০ম ওভারে পেসার হাসান মাহমুদের জোড়া আঘাত। তামিম (১১) ও অমিত হাসানকে (০) উইকেটের পেছনে জাকের আলির ক্যাচে পরিণত করেন।
টেস্ট মেজাজের শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি শাহাদাত হোসেন দিপু (৫১ বলে ২১)। ৮ রানের ব্যবধানে দিপুর পর অফ স্পিনার নাইম হাসান ফেরান তৌহিদ হৃদয়কেও (৮ বলে ৭)। আর তাতেই এইচপি ৪ উইকেটে ৮৭ রানে পরিণত হয়।
ওপেনার মাহফিজুল এক পাশ আগলে রেখে ফিফটির দিকে ছুটছিলেন। প্রায় সাড়ে ৩ ঘন্টা ক্রিজে টিকে ১১৩ বলে ৭ চারে ৪৭ রান করে তাকেও ফিরতে হয় হাসান মাহমুদের শিকার হয়ে। আইচ মোল্লার ব্যাট থেকে আসে ২৯ রান।
১৩৮ রানে ৬ উইকেট হারানোর পর অধিনায়ক আকবর আলি ও মৃত্যুঞ্জয় চৌধুরীর ব্যাটে আশার আলো দেখছে এইচপি। বৃষ্টির কারণে প্রথম দফায় স্থানীয় সময় ২ টা ৩০ মিনিটে খেলা বন্ধ হয়, শুরু হয় ৩ টা ২৫ মিনিটে।
দ্বিতীয় দফা ৪ টা ৫ মিনিটে বৃষ্টি নামলে আর দিনের খেলা শুরু করা যায়নি। ৪ টা ৪৫ মিনিটে যখন দিনের খেলা শেষ ঘোষণা হয় তখন ৫৩ ওভারে ৬ উইকেটে ১৭৬ রান এইচপির স্কোরবোর্ডে। আকবর ৩৮ বলে ১৪ ও মৃত্যুঞ্জয় ৪৩ বলে ৩০ রানে অপরাজিত আছেন। দুজনে জুটিতে অবিচ্ছেদ্য ৩৮ রানে।
বাংলাদেশ টাইগার্সের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেওয়ার পথে ১১ ওভারে ৩ মেডেন সহ হাসান মাহমুদের খরচ ২৯ রান।
সংক্ষিপ্ত স্কোরঃ প্রথম দিন শেষে
এইচপি ১৭৬/৬ (৫৩ ওভার), মাহফিজুল ৪৭, তামিম ১১, অমিত ০, দিপু ২১, তৌহিদ ৭, আইচ ২৯, আকবর ১৪*, মৃত্যুঞ্জয় ৩০*; রাহি ৯-০-৪০-১, নাইম ৯-১-৩৮-২, রনি ৮-৩-২৩-০, হালিম ৬-২-১৫-০, হাসান ১১-৩-২৯-৩, তানভীর ৯-২-১৫-০, সৌম্য ১-০-৪-০।