

আসন্ন ইংল্যান্ড সফরের জন্য তিন ফরম্যাটের তিন স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। তিন ফরম্যাটে নেতৃত্ব দেবেন পৃথক তিন অধিনায়ক। মহারাজ থাকবেন ওয়ানডে সিরিজে নেতৃত্বে, মিলারের কাঁধে উঠল টি-টোয়েন্টির দায়িত্ব। দীর্ঘ ছয় বছর পর দক্ষিণ আফ্রিকার জার্সিতে দেখা যাবে রাইলি রুশোকে।
PROTEAS TOUR TO ENGLAND SQUADS ANNOUNCED 🚨
💔 Temba Bavuma ruled out
✅ Keshav Maharaj (ODI) and David Miller (T20I) stand-in captains
🔙 Rilee Rossouw returns to T20I fold
🧢 Gerald Coetzee receives maiden T20I call-up
🧘♂️ Kagiso Rabada rested for ODIs#ENGvSA #BePartOfIt pic.twitter.com/AfcQ2WIXVg— Cricket South Africa (@OfficialCSA) June 29, 2022
বরাবরের মতো প্রোটিয়াদের টেস্ট দলের অধিনায়কের দায়িত্বে থাকবেন ডিন এলগার। নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা কনুইয়ের ইনজুরিতে ভুগছেন, তাঁর অনুপস্থিতিতে এই সফরে ওয়ানডে দলের নেত্বত্ব দেবেন কেশব মহারাজ। টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কত্ব করবেন ডেভিড মিলার।
দীর্ঘ সময় পর জাতীয় দলে ফিরছেন টি-টোয়েন্টির বিধ্বংসী ব্যাটসম্যান রাইলি রুশো। ২০১৬ সালের অক্টোবরের পর এবারই প্রথম রুশোকে দেখা যাবে প্রোটিয়া জার্সিতে। এছাড়া চমক হিসেবে প্রথমবারের মতো প্রোটিয়া দলে ডাক পেয়েছেন ২১ বছর বয়সি পেসার জেরাল্ড কোয়েটজি।
তবে বিশ্রামে থাকার কারণে ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়লেন অন্যতম সেরা পেসার কাগিসো রাবাদা। বাকি দুই ফরম্যাটে খেলবেন তিনি। আরেক পেসার আনরিখ নরকিয়ার নাম আছে তিন ফরম্যাটের স্কোয়াডেই।
ইংল্যান্ড সফরের শুরুতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। সিরিজের প্রথম ওয়ানডে শুরু ১৯ জুলাই। এরপর ২৭-৩১ জুলাই পর্যন্ত মাঠে গড়াবে দু’দলের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১৭ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর অবধি চলবে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার ৩ ম্যাচের টেস্ট সিরিজ।
দক্ষিণ আফ্রিকা টেস্ট দল:
ডিন এলগার (অধিনায়ক), সারেল এরউইয়ে, কিগান পিটারসেন, রায়ান রিকেলটন, এইডেন মার্করাম, রাসি ভ্যান ডার ডুসেন, খায়া জন্ডো, কাইল ভেরেইনা, ডোয়েন অলিভিয়ের, কাগিসো রাবাদা, মার্কো জানসেন, সাইমন হার্মার, লুথো সিপামলা, কেশব মহারাজ, গ্লেন্টন স্টুয়ারম্যান, লুঙ্গি এনগিডি এবং আনরিখ নরকিয়া।
দক্ষিণ আফ্রিকা ওয়ানডে দল:
কেশব মহারাজ (অধিনায়ক), কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, হেনরিখ ক্লাসেন, জানেমান মালান, এইডেন মার্করাম, ডেভিড মিলার, রাসি ভ্যান ডার ডুসেন, খায়া জন্ডো, কাইল ভেরেইনা, আন্দিলে ফেলুকায়ো, ডোয়েন প্রিটোরিয়াস, মার্কো জানসেন, লুঙ্গি এনগিডি, আনরিখ নরকিয়া, তাব্রাইজ শামসি এবং লিজাড উইলিয়ামস।
দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি দল:
ডেভিড মিলার (অধিনায়ক), কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, হেনরিখ ক্লাসেন, এইডেন মার্করাম, রাইলি রুশো, ত্রিস্টান স্টাবস, রাসি ভ্যান ডার ডুসেন, ওয়েইন পার্নেল, আন্দিলে ফেলুকায়ো, ডোয়েন প্রিটোরিয়াস, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, আনরিখ নরকিয়া, কাগিসো রাবাদা, তাব্রাইজ শামসি এবং জেরাল্ড কোয়েটজি।