

বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহীন শাহ আফ্রিদি- পিসিবির ঘোষিত নয়া কেন্দ্রীয় চুক্তিতে (সাদা ও লাল বল উভয়) সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরিতে আছেন। এই ৩ জনের বাইরে পেসার হাসান আলি ও ওপেনার ইমাম উল হক কেবল দুই চুক্তিতেই স্থান পেয়েছেন।
এই প্রথম পাকিস্তান ক্রিকেট বোর্ড ভিন্ন ফরম্যাটের জন্য আলাদা কেন্দ্রীয় চুক্তির ঘোষণা দিল, যা কার্যকর হবে ১ জুলাই থেকে। মোট ৩৩ জন চুক্তির আওতায় এসেছেন।
এই ৫ জন ছাড়াও আরও ১০ ক্রিকেটার স্থান পেয়েছেন লাল বলের চুক্তিতে। সাদা বলের চুক্তিতে আরও ১১ জন। এর আগের বছরে ইমার্জিং ক্যাটাগরিতে ৩ জন থাকলেও এবার আছেন ৭ জন।
ভিন্ন রকম চুক্তির পাশাপাশি সব ফরম্যাটেই ক্রিকেটারদের ম্যাচ ফি ১০ শতাংশ বাড়িয়েছে পিসিবি। যারা খেলবে না তারা আগে ম্যাচ ফি’র ৫০ শতাংশ পেলেও এখন থেকে পাবেন ৭০ শতাংশ। যিনি অধিনায়কত্ব করবেন, বাড়তি দায়িত্ব পালন করার জন্য তিনি পাবেন অধিনায়কত্ব ভাতাও।
পিসিবি এক প্রশংসনীয় কাজও করেছে। এলিট প্লেয়ারদের জন্য আলাদা ফান্ডের ব্যবস্থা রাখছে তারা। ওয়ার্কলোড কমাতে তাদেরকে ফ্র্যাঞ্চাইজি বা অন্য কোন টুর্নামেন্ট খেলতে না দিলে তাদেরকে ক্ষতিপূরণ দিবে পিসিবি।
???? ???????? players have received contracts in the improved men’s central contracts list for 2022-23 ????
More details ➡️ https://t.co/esdhUAU8uv pic.twitter.com/CK5Vc2Sacg
— Pakistan Cricket (@TheRealPCB) June 30, 2022
পিসিবির লাল বলের চুক্তি-
ক্যাটাগরি এ- আজহার আলি, বাবর আজম, শাহীন শাহ আফ্রিদি ও মোহাম্মদ রিজওয়ান।
ক্যাটাগরি বি- ফাওয়াদ আলম
ক্যাটাগরি সি- আব্দুল্লাহ শফিক, নাসিম শাহ ও নওমান আলি
ক্যাটাগরি ডি- আবিদ আলি, সরফরাজ আহমেদ, সউদ শাকিল, শান মাসুদ ও ইয়াসির শাহ।
পিসিবির সাদা বলের চুক্তি-
ক্যাটাগরি এ- ফখর জামান ও শাদাব খান
ক্যাটাগরি বি- হারিস রউফ
ক্যাটাগরি সি- মোহাম্মদ নওয়াজ
ক্যাটাগরি ডি- আসিফ আলি, হায়দার আলি, খুশদিল শাহ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহনেওয়াজ দাহানি, উসমান কাদির ও জাহিদ মেহমুদ।
ইমার্জিং চুক্তি- আলি উসমান, হাসিবুল্লাহ, কামরান গুলাম, মোহাম্মদ হারিস, মোহাম্মদ হুরাইরা, কাসিম আকরাম ও সালমান আলি আঘা।