

আগামী ২ জুলাই থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজ শুরু আগে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াডে যুক্ত হয়েছেন দুই জন।
আজ (৩০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) নিশ্চিত করেছে যে টি-টোয়েন্টি স্কোয়াডে যুক্ত হয়েছেন ফাস্ট বোলার তাসকিন আহমেদ ও অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
মেহেদী হাসান মিরাজ বাংলাদেশ টেস্ট ও ওয়ানডে দলে অপরিহার্য সদস্য হলেও টি-টোয়েন্টিতে তেমন নিয়মিত নন। সর্বশেষ ২০১৮ সালের ডিসেম্বরের পর আর কোন টি-টোয়েন্টি খেলেননি তিনি।
দক্ষিণ আফ্রিকা সফরে চোট সঙ্গী করে ফেরা তাসকিন আহমেদ সেরে উঠেছেন। একাদশে সুযোগ মিললে উইন্ডিজদের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন তাসকিন।
মূলত ইনজুরির কারণেই মূল স্কোয়াডে বদল আনতে হয়ে ছে। সিরিজ শুরু আগে ছিটকে যান পেসার শহিদুল ইসলাম। প্রস্তুতি ম্যাচে চোট পেয়ে গোটা সিরিজ থেকে ছিটকে যান ইয়াসির আলি চৌধুরী রাব্বি। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার মত ফিটনেস না থাকায় দলের সঙ্গে উইন্ডিজে আসেননি মোহাম্মদ সাইফউদ্দিন।
বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড-
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।
টি-টোয়েন্টি সিরিজের সূচি-
১ম টি-টোয়েন্টি- ২ জুলাই, উইন্ডসোর পার্ক, ডমিনিকা, রাত ১১ টা ৩০
২য় টি-টোয়েন্টি- ৩ জুলাই, উইন্ডসোর পার্ক, ডমিনিকা, রাত ১১ টা ৩০
৩য় টি-টোয়েন্টি- ৭ জুলাই, গায়ানা স্টেডিয়াম, গায়ানা, রাত ১১ টা ৩০
** বাংলাদেশ সময় অনুযায়ী।