

ড্যারেন সামি, জাভেদ মিয়াঁদাদ, শহীদ আফ্রিদি এবং শোয়েব মালিককে এই বছরের অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া পাকিস্তান জুনিয়র লিগের মেন্টর হিসেবে নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে, ড্যারেন সামি, জাভেদ মিয়াঁদাদ, শহীদ আফ্রিদি এবং শোয়েব মালিককে এই বছরের অক্টোবরে লাহোরে অনুষ্ঠিত হতে চলা পাকিস্তান জুনিয়র লিগের মেন্টর হিসেবে নিশ্চিত করেছে।
১৯৭৫-১৯৯৬ সাল পর্যন্ত ছয়টি বিশ্বকাপে খেলা মিয়াঁদাদ লিগের মেন্টর হবেন। আর আফ্রিদি, সামি এবং শোয়েব দলের মেন্টর হবেন।
ক্রিকেটের এই চার কিংবদন্তির নামের পাশে আছে ছয়টি বিশ্বকাপ শিরোপা। খেলেছে মোট ১৫৫৯টি আন্তর্জাতিক ম্যাচ, ৪৩০৫৭ রান এবং ৯৯২ উইকেট ভাগ করে নিয়েছেন তাঁরা।
জাভেদ মিয়াঁদাদ একটি সামগ্রিক পরামর্শদাতা হিসাবে জড়িত থাকবেন, টুর্নামেন্ট চলাকালীন ছয় দলের মেন্টর এবং খেলোয়াড়দের সহায়তা করবেন।
পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা এই প্রসঙ্গে বলেন,
‘আমি আনন্দিত যে আমরা জাভেদ মিয়াঁদাদ, ড্যারেন সামি, শহীদ আফ্রিদি এবং শোয়েব মালিককে পাকিস্তান জুনিয়র লিগের মেন্টর হিসেবে আকৃষ্ট করতে পেরেছি। পাকিস্তান জুনিয়র লিগে তাঁদের সম্পৃক্ততা আমাদের ইভেন্টের উদ্দেশ্যগুলি অর্জন করতে সাহায্য করবে যা ভবিষ্যতের প্রজন্মের ক্রিকেটারদের চ্যাম্পিয়ন এবং ম্যাচ জেতার পদ্ধতি এবং মানসিকতা অর্জনে সহায়তা করবে।’
‘চারটি আইকনের সম্পৃক্ততাও নিশ্চিত করে যে আমরা একটি সফল ইভেন্ট উপহার দেওয়ার পথে রয়েছি যা পাকিস্তান ক্রিকেটকে একাধিক উপায়ে সাহায্য করবে। বিজয়ী পরিবেশ তৈরি করা এবং কিশোরদের দক্ষতা ও মেজাজ বিকাশের পাশাপাশি, আমরা নতুন বৈশিষ্ট্য তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং পাকিস্তান জুনিয়র লিগ সেই দিকেই যাচ্ছে এমন একটি ইভেন্ট।’