স্পিনারদের সিরিজে প্রথম দিনে স্পিনারদের দাপট

স্পিনারদের সিরিজে প্রথম দিনে স্পিনারদের দাপট
Vinkmag ad

গল টেস্টের প্রথমদিনটা স্পিনাররা নিজেদের কব্জায় নিয়ে নিলো। ১৩ উইকেট পড়েছে শুরুর দিনেই। ১ম ইনিংসে শ্রীলঙ্কার ২১২ রানের জবাবে অস্ট্রেলিয়া দিন শেষে ৩ উইকেটে ৯৮ রান করেছে।

টসে জিতে প্রথমে ব্যাটিং নেওয়া স্বাগতিকরা সুবিধা করতে পারেনি। নিরোশান ডিকওয়েলার হাফ সেঞ্চুরি সত্ত্বেও ৫৯ ওভারেই গুটিয়ে যায় তাদের ইনিংস। ডিকওয়েলা সর্বোচ্চ ৫৮ রান করেন। অ্যাঞ্জেলো ম্যাথুস ৩৯ ও অধিনায়ক দিমুথ করুণারত্নে ২৮ রান করেন।

লঙ্কান ব্যাটিং লাইনআপে মূল ধ্বস নামান অজি অফস্পিনার নাথান লায়ন। ৫ উইকেট নেন তিনি। লেগ স্পিনার মিচেল সুইপসনের ঝুলিতে যায় ৩ উইকেট।

অজিরা ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিলেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও উসমান খাজা। ৪৭ রানের জুটিতে ওয়ার্নারের সংগ্রহ ২৫ রান। রমেশ মেন্ডিস তাকে ফিরিয়ে প্রথম ব্রেকথ্রু এনে দেন শ্রীলঙ্কাকে।

এরপর মারনাস লাবুশেইন ও স্টিভ স্মিথ বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। দিন শেষে খাজা ৪৭ ও ট্রাভিস হেড ৬ রানে অপরাজিত আছেন। অজিরা এখনও পিছিয়ে আছে ১১৪ রানে।

লঙ্কানদের পক্ষে ২ উইকেট পান রমেশ মেন্ডিস।

উল্লেখ্য, এই ২ ম্যাচের টেস্ট সিরিজ নামকরণ করা হয়েছে দুই দলের দুই কালজয়ী স্পিনারের নামে। অস্ট্রেলিয়ার প্রয়াত লেগ স্পিনার শেন ওয়ার্ন ও লঙ্কান কিংবদন্তি মুত্তিয়াহ মুরালিধরনের নামে।

সংক্ষিপ্ত স্কোরঃ

শ্রীলঙ্কার ১ম ইনিংসঃ ২১২/১০ (৫৯), নিশাঙ্কা ২৩, করুণারত্নে ২৮, কুশল ৩, ম্যাথুস ৩৯, ধনঞ্জয়া ১৪, চান্দিমাল ০, ডিকওয়েলা ৫৮, রমেশ ২২, ভ্যান্ডারসে ৬, এম্বুলদেনিয়া ৬, আসিথা ২*; স্টার্ক ৯-০-৩১-১, কামিন্স ১২-৪-২৫-১, লায়ন ২৫-২-৯০-৫, সুইপসন ১৩-০-৫৫-৩

অস্ট্রেলিয়ার ১ম ইনিংসঃ ৯৮/৩ (২৫), খাজা ৪৭*, ওয়ার্নার ২৫, লাবুশেইন ১৩, স্মিথ ৬, হেড ৬*; রমেশ ১১-০-৩৫-২

অস্ট্রেলিয়া ১১৪ রানে পিছিয়ে।

৯৭ ডেস্ক

Read Previous

ফর্মে ফিরতে ‘এ’ দলের সাথে আবার ওয়েস্ট ইন্ডিজ যাবেন মুমিনুল!

Read Next

পাকিস্তান জুনিয়র লিগে মেন্টরের ভূমিকায় চার কিংবদন্তি

Total
6
Share