ফর্মে ফিরতে ‘এ’ দলের সাথে আবার ওয়েস্ট ইন্ডিজ যাবেন মুমিনুল!

মুমিনুল বলছেন 'দুই-একটা', পরিসংখ্যান বলছে ভিন্ন কথা
Vinkmag ad

টেস্টে বাংলাদেশে সেরা ব্যাটসম্যান বলা হয় মুমিনুল হককে। তবে গত কিছুদিন এতোটাই ফর্মহীনতায় কাটিয়েছেন যে অধিনায়কত্ব ছাড়ার পর একাদশ থেকেও বাদ পড়েন। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বিশ্বাস দ্রুতই ফর্মে ফিরবে মুমিনুল। আর সে জন্য তাকে ওয়েস্ট ইন্ডিজে ‘এ’ দলের সাথেও যুক্ত করা হতে পারে।

টেস্টে সর্বশেষ ৯ ইনংসে দুই অঙ্ক ছোঁয়া হয়নি মুমিনুলের। অধিনায়কত্ব ছেড়ে ওয়েস্ট ইন্ডিজ গিয়ে অ্যান্টিগা টেস্টে দুই ইনিংসে করলেন ০ ও ৪ রান। আর এতেই বাদ পড়লেন সেন্ট লুসিয়া টেস্ট থেকে।

আজ (২৯ জুন) বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি জানালেন তার বিশ্বাসের কথা। মুমিনুলকে নিয়ে আশাবাদী দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা প্রধান।

তিনি বলেন, ‘আমি নিশ্চিত মুমিনুল ফিরে আসবে। এতোগুলো টেস্ট সেঞ্চুরি করলো। এতো ভালো একজন ক্রিকেটার। আমরা তাকে শুধু টেস্ট ক্রিকেটারই বলে দিলাম এবং সে টেস্টে অধিনায়কও হলো।’

‘হঠাৎ করে প্রায় এক বছর বা ১০ ম্যাচে রান পাচ্ছে না। আমার ধারণা সে যদি একটু ঘরোয়া ক্রিকেটে খেলে তাহলে ফিরে আসবে। একটা একটু সময়ের ব্যাপার।’

জুলাইয়ের শেষদিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে ‘এ’ দল। ঐ স্কোয়াডে মুমিনুলকে যুক্ত করা হবে কীনা এমন প্রশ্ন রাখা হয় বিসিবি সভাপতির বরাবর।

তার জবাবে তিনি জানান ব্যাপারটা নির্বাচকদের হাতে। তবে তার নিজেত জায়গা থেকে মনে করেন ‘এ’ দলের সাথে মুমিনুললে আরেক দফা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পাঠানো ইতিবাচক হবে।

তার ভাষায়, ‘অবশ্যই মুমিনুলকে সেখানে (ওয়েস্ট ইন্ডিজে এ দলের সফর) পাঠানোর চিন্তা তো থাকবেই। এগুলো তো আমার বলা কঠিন। আমি তো নির্বাচক, ম্যানেজমেন্ট, কোচিং স্টাফদের সঙ্গে কথা বলিনি। কারো সঙ্গে কথা বলিনি। স্বাভাবিকভাবেই মনে হচ্ছে, এটা তো ওর জন্য দারুণ সুযোগ হতে পারে।’

৯৭ প্রতিবেদক

Read Previous

ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজ থেকে ছুটি চাইলেন সাকিব

Read Next

স্পিনারদের সিরিজে প্রথম দিনে স্পিনারদের দাপট

Total
8
Share