ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজ থেকে ছুটি চাইলেন সাকিব

৪ বছর আগের লজ্জা নয়, অ্যান্টিগাতে এবার ভিন্ন কিছু দেখছেন সাকিব
Vinkmag ad

ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে সিরিজ থেকে ছুটি চেয়েছেন সাকিব আল হাসান। এমম গুঞ্জন ডাল-পালা মেলেছিল বেশ ভালোভাবেই। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলছেন আনুষ্ঠানিক নয়, মৌখিকভাবে ছুটি চেয়েছেন সাকিব। মঞ্জুর হবে কীনা সেটা জানা যাবে দুই একদিনের মধ্যে আলাপ আলোচনা শেষে।

সাকিব ক্যারিবিয়ান দ্বীপে ওয়ানডে খেলবেন না এমন আভাস ছিল দেশ ছাড়ার আগেই। তবে সংবাদ মাধ্যমে এ নিয়ে প্রশ্নের জবাব দিতে গিয়ে নিজেই পাল্টা প্রশ্ন ছোঁড়েন।

‘তিন ফরম্যাটে আমার নাম নাই?’ এই প্রশ্নের মধ্য দিয়ে যেন সব গুঞ্জনের অবসান ঘটাতে চেয়েছেন। কারণ ঘোষিত তিন ফরম্যাটের স্কোয়াডেই ছিল তার নাম।

তবে টেস্ট সিরিজ শেষে আবার সেই পুরোনো গুঞ্জন। কিন্তু এ দফায়ও খুব পরিষ্কার কিছু জানাতে পারেনি বিসিবি সভাপতি।

আজ (২৯ জুন) মিরপুরে বোর্ড সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘শুনেছি জালাল ভাইকে বলেছে- ও ওয়ানডে সিরিজে না-ও খেলতে পারে। আগেই বলেছে। যেহেতু এখনও বোর্ডের সাথে কথা বলেনি (আনুষ্ঠানিকভাবে)…’

‘হয়ত আজ-কালকের মধ্যে জানলে বুঝতে পারব। এটাকে আনুষ্ঠানিক ধরতেও পারেন। ও নাকি মৌখিকভাবে জালাল ভাইকে বলেছে- এটা জালাল ভাই বলেছে আমাকে।’

ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের পর। সদ্য সমাপ্ত টেস্ট সিরিজ শেষে ২ জুলাই মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। ১০ জুলাই অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। তবে সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ নয়।

আর এমন সিরিজে সাকিব সহ সিনিয়রদের ছুটিতে ইতিবাচক বিসিবি সভাপতি। তার মতে এতে করে নতুন ক্রিকেটারদের দেখার সুযোগ হয়।

তিনি যোগ করেন, ‘যেগুলো র‍্যাংকিংয়ের (আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ, ওয়ানডে সুপার লিগ অর্থে) অংশ না, এসব সিরিজে সিনিয়র ক্রিকেটাররা ছুটি চাইলে ভালো। আমরাও তখন নতুন ছেলেদের সুযোগ দেওয়ার সুযোগ পাব।’

‘জানতে হবে না, ওর জায়গায় খেলোয়াড় আছে কি না বা কারা আছে? সব কিছু চিন্তা করে আমাদের মাথায় আছে। ওদের বিরতি দরকার।’

৯৭ প্রতিবেদক

Read Previous

১৪ ধাপ এগোলেন সোহান, র‍্যাংকিংয়ে সাকিব-লিটনের অবনতি

Read Next

ফর্মে ফিরতে ‘এ’ দলের সাথে আবার ওয়েস্ট ইন্ডিজ যাবেন মুমিনুল!

Total
12
Share