১৪ ধাপ এগোলেন সোহান, র‍্যাংকিংয়ে সাকিব-লিটনের অবনতি

লাইভ রিপোর্টঃ ২৪৫ এ গুটিয়ে গেল বাংলাদেশ
Vinkmag ad

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত সেন্ট লুসিয়া টেস্টে নাস্তানাবুদ হয়েছে বাংলাদেশ। ব্যাটিংয়ে হতশ্রী পারফরম্যান্সে হেরেছে ১০ উইকেটের বড় ব্যবধানে। এর ফল এসেছে ক্রিকেটারদের র‍্যাংকিংয়েও।

এই টেস্টে বলার মত রান করতে পারেননি সাকিব আল হাসান, বল হাতে পাননি কোন উইকেটও। টেস্ট অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে তাই ৩ নম্বরে নেমে গেছেন তিনি।

ব্যাট হাতে প্রথম ইনিংসে ফিফটি পাওয়া লিটন দাস জায়গা হারিয়েছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলের কাছে, নিজে নেমে গেছেন ১৩ নম্বরে।

তবে উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান দ্বিতীয় ইনিংসে ফিফটি করে এগিয়েছেন ১৪ ধাপ, আছেন ব্যাটারদের মধ্যে ৮৪ নম্বরে। বোলারদের মধ্যে ৮৮ নম্বরে উঠে এসেছেন ইনিংসে ৫ উইকেট নেওয়া খালেদ আহমেদ।

উইন্ডিজ দলপতি ক্রেইগ ব্র্যাথওয়েট ১ ধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠে এসেছেন। সেঞ্চুরি করা কাইল মায়ের্স ২২ ধাপ এগিয়ে আছেন ৫৭ নম্বরে। ৪ ধাপ এগিয়ে ৭৬ নম্বরে আছেন জন ক্যাম্পবেল। বোলারদের মধ্যে যৌথভাবে ৪০ নম্বরে আছেন আলঝারি জোসেফ ও জেইডেন সিলস।

ফর্মের তুঙ্গে থাকা নিউজিল্যান্ডের দুই ব্যাটার ড্যারিল মিচেল ও টম ব্লান্ডেল ক্যারিয়ার সেরা অবস্থানে আছেন। ৪ ধাপ এগিয়ে ১২ নম্বরে উঠে এসেছেন ড্যারিল মিচেল। ১১ ধাপ এগিয়ে ২০ নম্বরে আছেন ব্লান্ডেল।

ইংল্যান্ডের জনি বেয়ারস্টোও দিয়েছেন লম্বা লাফ। ২০ ধাপ এগিয়ে ২১ নম্বরে উঠে এসেছেন তিনি। ওলি পোপ ৩ ধাপ এগিয়ে আছেন ৪৯ নম্বরে।

ইংলিশ স্পিনার জ্যাক লিচ ম্যাচে ১০ উইকেট নিয়ে ১৩ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ২৫ নম্বরে আছেন। ১ ধাপ এগিয়ে ১৩ নম্বরে আছেন স্টুয়ার্ট ব্রড।

আইসিসির হালনাগাদকৃত র‍্যাংকিং অনুযায়ী শীর্ষ ১০ ব্যাটার (টেস্ট)-

১. জো রুট (ইংল্যান্ড)- ৮৯৯
২. মারনাস লাবুশেইন (অস্ট্রেলিয়া)- ৮৯২
৩. স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া)- ৮৪৫
৪. বাবর আজম (পাকিস্তান)- ৮১৫
৫. কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)- ৭৮৬

৬. দিমুথ করুণারত্নে (শ্রীলঙ্কা)- ৭৭২
৭. উসমান খাজা (অস্ট্রেলিয়া)- ৭৫৭
৮. রোহিত শর্মা (ভারত)- ৭৫৪
৯. ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)- ৭৪৪
১০. ভিরাট কোহলি (ভারত)- ৭৪২

আইসিসির হালনাগাদকৃত র‍্যাংকিং অনুযায়ী শীর্ষ ১০ বোলার (টেস্ট)-

১. প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া)- ৯০১
২. রবিচন্দ্রন অশ্বিন (ভারত)- ৮৫০
৩. জাসপ্রীত বুমরাহ (ভারত)- ৮৩০
৪. শাহীন শাহ আফ্রিদি (পাকিস্তান)- ৮২৭
৫. কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)- ৮১৮

৬. কাইল জেমিসন (নিউজিল্যান্ড)- ৭৮৮
৭. জিমি অ্যান্ডারসন (ইংল্যান্ড)- ৭৮৭
৮. কেমার রোচ (ওয়েস্ট ইন্ডিজ)- ৭৫৬
৯. জশ হ্যাজেলউড (অস্ট্রেলিয়া)- ৭৫২
১০. নেইল ওয়াগনার (নিউজিল্যান্ড)- ৭৪৭

আইসিসির হালনাগাদকৃত র‍্যাংকিং অনুযায়ী শীর্ষ ৫ অলরাউন্ডার (টেস্ট)-

১. রবীন্দ্র জাদেজা (ভারত)- ৩৮৫
২. রবিচন্দ্রন অশ্বিন (ভারত)- ৩৪১
৩. সাকিব আল হাসান (বাংলাদেশ)- ৩২৮
৪. জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ)- ৩২৩
৫. বেন স্টোকস (ইংল্যান্ড)- ২৯৩।

৯৭ ডেস্ক

Read Previous

শেওয়াগের সেরা টপ অর্ডারে নেই কোহলির নাম

Read Next

ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজ থেকে ছুটি চাইলেন সাকিব

Total
2
Share