জরুরি ডাকে ইংল্যান্ডের পথে মায়াঙ্ক আগারওয়াল

মায়াঙ্ক আগারওয়াল রবীন্দ্র জাদেজা

এজবাস্টনে শুরু হতে চলা টেস্টের আগে কোভিড পজিটিভ রোহিত শর্মা। ডাক পড়ল মায়াঙ্কের। রোহিতের বিকল্প হিসেবে খেলাতে ভারত থেকে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে ব্যাটার মায়াঙ্ক আগারওয়ালকে।

এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্ট খেলার জন্য স্কোয়াডে যুক্ত করা হয়েছে টপ অর্ডার ব্যাটসম্যান মায়াঙ্ক আগারওয়ালকে।

বিসিসিআই থেকে ডাক পাওয়ার সঙ্গে সঙ্গেই আজ ইংল্যান্ডের উদ্দেশে যাত্রা শুরু করেছেন মায়াঙ্ক আগারওয়াল। ইংল্যান্ড পৌঁছে একদিনের কোয়ারেন্টাইনে থেকে সরাসরি তিনি দলের সঙ্গে যোগ দেবেন।

ওদিকে করোনায় আক্রান্ত ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। বর্তমানে আইসোলেশানে রয়েছেন তিনি। রোহিতের জায়গায় খেলার সম্ভাবনা আগারওয়ালের।

এর মধ্যে সুস্থ হয়ে উঠলে রোহিত শর্মা মাঠে নামবেন। সেটা সম্ভব না হলে দলের নেতৃত্বেও আসবে পরিবর্তন।

গত বছর ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল ভারত। প্রথম চারটি টেস্ট নির্বিঘ্নেই হয়। কিন্তু পঞ্চম টেস্টের আগে করোনার প্রাদুর্ভাব বাড়ায়, সেটি স্থগিত হয়ে যায়। সেই টেস্টটিই আগামী ১ জুলাই থেকে শুরু হওয়ার কথা বার্মিংহামের এজবাস্টনে।

৯৭ ডেস্ক

Read Previous

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন এউইন মরগান

Read Next

নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড

Total
0
Share