

ইংল্যান্ড টেস্ট দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান বেন ফোকস করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট থেকে ছিটকে গেলেন তিনি, কোভিড রিপ্লেসমেন্ট হিসেবে একাদশে ঢুকলেন স্যাম বিলিংস।
হেডিংলিতে তৃতীয় টেস্টের তৃতীয় দিন অর্থী গতকাল পিঠের চোটের কারণে ফোকস উইকেট কিপিং করতে পারেননি। কিছু উপসর্গ থাকায় গতকাল সন্ধ্যায় করোনা পরীক্ষা করা হয়। তাঁর ফল পজিটিভ এসেছে।
এক বিবৃতিতে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে,
‘বেন ফোকস গতকাল উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেনি। তাঁর শরীরের পেছনের অংশে ব্যথা ছিল। এরপর গতকালই তার করোনা পরীক্ষা করা হয়। আজ জানা গেল ও করোনা পজিটিভ। তবে, আশা করা হচ্ছে আগামী শুক্রবার এজবাস্টনে শুরু হতে যাওয়া ভারতের বিরুদ্ধে টেস্টের আগে তিনি ফিট হয়ে ওঠবেন।’
আইসিসির অনুমোদন সাপেক্ষে উইকেটরক্ষক ব্যাটার স্যাম বিলিংস, লাইক-ফর-লাইক কোভিড রিপ্লেসমেন্ট হিসাবে আজ টেস্টের চতুর্থ দিন সকাল থেকে সরাসরি একাদশে যুক্ত হবেন এবং তিনি উইকেট কিপিং করবেন।
ইসিবি আরও নিশ্চিত করেছে ইংলিশ ক্যাম্পে আর কোনো পজিটিভ কেস নেই।