

শ্রীলঙ্কা ক্রিকেট নির্বাচক কমিটি অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের একটি স্কোয়াড বেছে নিয়েছে। বাংলাদেশ সিরিজে না খেলা পাথুম নিসাঙ্কা হোম সিরিজে দলে ফিরলেন।
তারকা ওপেনিং ব্যাটার দিমুথ করুনারত্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে শ্রীলঙ্কা দলকে নেতৃত্ব দেবেন। আগামী ২৯ জুন গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।
The Sri Lanka squad to face off against Australia in the two-match Test series 💪
More 👉 https://t.co/WhOQ0eYamP #SLvAUS | #WTC23 pic.twitter.com/v8n0YtbVc8
— ICC (@ICC) June 25, 2022
ব্যাটার পাথুম নিসাঙ্কা পিঠের ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে শেষ টেস্ট সিরিজ খেলতে পারেননি, বাঁ-হাতি কামিল মিশারার পরিবর্তে দলে ফিরেছেন।
লেগ স্পিনার সুমিন্দা লক্ষন বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের অংশ ছিলেন, কিন্তু আসন্ন অস্ট্রেলিয়া টেস্টের দল থেকে বাদ পড়েছেন। কারণ লেগ স্পিনার জেফরি ভ্যান্ডারসেকে দলে রাখা হয়েছে।
শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড:
দিমুথ করুনারত্নে (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, দিনেশ চান্দিমাল (উইকেটকিপার), নিরোশান ডিকওয়েলা (উইকেটকিপার), ওশাদা ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, চামিকা করুণারত্নে, কাসুন রাজিথা, আসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, রমেশ মেন্ডিস, লাসিথ এম্বুলদেনিয়া, প্রবীণ জয়াবিক্রমা এবং জেফরি ভ্যান্ডারসে।