

সান্ত্বনার জয় দিয়ে ওয়ানডে সিরিজে সমাপ্তি টানলো অস্ট্রেলিয়া। ৫ম ও শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কাকে তারা হারিয়েছে ৪ উইকেটের ব্যবধানে। ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে লঙ্কানরা।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে অজি বোলারদের তোপের মুখে ১৬০ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। টেলএন্ডার ব্যাটসম্যান চামিকা করুণারত্নে একাই লড়াই করেছেন। ৭৫ বলে ৮ চার ও ২ ছয়ে ক্যারিয়ার সেরা ৭৫ রান করেন তিনি। বলার মত রান করেছেন কুশল মেন্ডিস (২৬)।
অজিদের পক্ষে জশ হ্যাজেলউড, ম্যাথু কুহনেম্যান ও প্যাট কামিন্স ২টি করে উইকেট পান।
জবাবে অস্ট্রেলিয়া ৩৯.৩ ওভারে নির্ধারিত লক্ষ্য পূরণ করে ফেলে। অ্যালেক্স ক্যারি সর্বোচ্চ ৪৫ রানে অপরাজিত থাকেন। এছাড়া মারনাস লাবুশেইন ৩১ ও ক্যামেরন গ্রিন অপরাজিত ২৫ রান করেন।
লঙ্কানদের পক্ষে দুনিথ ওয়েলেলাগে ৩টি ও মাহিশ থিকশানা ২টি উইকেট পান।
হেরেও দলের বিপদে লড়াকু ইনিংসের জন্য ম্যাচ সেরার পুরস্কার পান করুণারত্নে। সিরিজ সেরা হয়েছেন কুশল মেন্ডিস।
সংক্ষিপ্ত স্কোরঃ
শ্রীলঙ্কাঃ ১৬০/১০ (৪৩.১),গুনাথিলাকা ৮, নিশাঙ্কা ২, কুশল ২৬, চান্দিমাল ৬, আসালঙ্কা ১৪, শানাকা ১, ওয়েলেলাগে ৪, করুণারত্নে ৭৫, ভ্যান্ডারসে ৪, মাদুশান ১৫, থিকশানা ২*; হ্যাজেলউড ৭-৩-২২-২, ম্যাক্সওয়েল ১০-০-৩৮-১, কুহনেম্যান ১০-৩-২৬-২, কামিন্স ৬.১-১-২২-২, গ্রিন ২-০-১৩-১
অস্ট্রেলিয়াঃ ১৬৪/৬ (৩৯.৩),ওয়ার্নার ১০, ফিঞ্চ ০, মার্শ ২৪, ইংলিশ ৫, লাবুশেইন ৩১, ক্যারি ৪৫*, ম্যাক্সওয়েল ১৬, গ্রিন ২৫*; ওয়েলেলাগে ১০-০-৪২-৩, থিকশানা ১০-১-২৬-২, মাদুশান ৩-০-১৩-১
ফলাফলঃ অস্ট্রেলিয়া ৪ উইকেটে জয়ী, ৩-২ ব্যবধানে সিরিজ জয়ী শ্রীলঙ্কা
ম্যাচ সেরাঃ চামিকা করুণারত্নে (শ্রীলঙ্কা)
সিরিজ সেরাঃ কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা)।