বেয়ারস্টো-ওভারটন জুটিতে ইংল্যান্ডের রক্ষা

বেয়ারস্টো-ওভারটন জুটিতে ইংল্যান্ডের রক্ষা
Vinkmag ad

লিডস টেস্টের ২য় দিনেই চালকের আসনে বসার সুযোগ ছিল নিউজিল্যান্ডের। তবে জনি বেয়ারস্টো ও অভিষিক্ত জেমি ওভারটন অবিশ্বাস্য এক কাণ্ড ঘটিয়ে ম্যাচে নিজেদের অস্তিত্ব বেশ ভালোভাবে ধরে রেখেছে ইংল্যান্ড। দিনশেষে ৬৫ রানে পিছিয়ে রয়েছে তারা, হাতে এখনও ৪ উইকেট আছে।

৫ উইকেটে ২২৫ রান নিয়ে শুরু করা নিউজিল্যান্ড ড্যারিল মিচেলের সেঞ্চুরি ও টম ব্লান্ডেলের হাফ সেঞ্চুরিতে ৩২৯ রান পর্যন্ত করতে সক্ষম হয়। ২২৮ বলে ৯ চার ও ৩ ছয়ে ১০৯ রান করেন মিচেল। ব্লান্ডেল করেন ৫৫। এছাড়া টিম সাউদির ব্যাট থেকে আসে ৩৩ রান।

ইংলিশদের পক্ষে ৫ উইকেট পেয়েছেন জ্যাক লিচ। স্টুয়ার্ট ব্রড নেন ৩ উইকেট।

জবাবে ১ম ইনিংসে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডের পেসারদের তোপের মুখে পড়ে ৫৫ রানে ৬ উইকেট পড়ে ফলোঅনের আশঙ্কা ঘিরে ধরে ইংল্যান্ডকে। তবে বেয়ারস্টো ও ওভারটন রীতিমত ব্যাটিংয়ে ঝড় তুলে ইংল্যান্ডকে খাদের কিনার থেকে উদ্ধার করলেন।

৭ম উইকেটে এ দুইজন ২০৯ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন আছেন। ৬ উইকেটে ২৬৪ রানে দিন শেষ করে তারা। আগের ম্যাচে মারকুটে সেঞ্চুরি করে দলকে জেতানো বেয়ারস্টো এদিনও দেখা পান সেঞ্চুরির। ১২৬ বলে ২১ চারে ১৩০ রানে অপরাজিত আছেন তিনি। অন্যদিকে ১ম টেস্ট খেলতে নামা জেমি ওভারটন ৮ নম্বরে নেমে ১০৬ বলে ১২ চার ও ২ ছয়ে ৮৯ রানে অপরাজিত আছেন।

ব্ল্যাকক্যাপসদের পক্ষে ট্রেন্ট বোল্ট ৩টি ও নেইল ওয়াগনার ২টি উইকেট পান।

সংক্ষিপ্ত স্কোরঃ ২য় দিন শেষে

নিউজিল্যান্ডের ১ম ইনিংসঃ ৩২৯/১০ (১১৭.৩), ল্যাথাম ০, ইয়াং ২০, উইলিয়ামসন ৩১, কনওয়ে ২৬, নিকোলস ১৯, মিচেল ১০৯, ব্লান্ডেল ৫৫, ব্রেসওয়েল ১৩, সাউদি ৩৩, ওয়াগনার ৪, বোল্ট ০*; ব্রড ২৩-৮-৬২-৩, ওভারটন ২৩-২-৮৫-১, পটস ২৬-১১-৩৪-১, লিচ ৩৮.৩-৮-১০০-৫

ইংল্যান্ডের ১ম ইনিংসঃ ২৬৪/৬ (৪৯), লিস ৪, ক্রলি ৬, পোপ ৫, রুট ৫, বেয়ারস্টো ১৩০*, স্টোকস ১৮, ফোকস ০, ওভারটন ৮৯*; বোল্ট ১৬-৩-৭৩-৩, সাউদি ১৭-২-৭৮-১, ওয়াগনার ৯-১-৫৩-২

ইংল্যান্ড ৬৫ রানে পিছিয়ে।

৯৭ ডেস্ক

Read Previous

পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন করবে বিসিবিও

Read Next

শুরু আর শেষে অমিল, সেন্ট লুসিয়ায় বাংলাদেশের হতাশার দিন

Total
4
Share