হজ করতে ছুটি, আদিল রশিদকে উৎসাহ দিয়েছে ইসিবি

ইনজুরি কাটিয়ে নিজেকে শতভাগ ফিট বলছেন আদিল রশিদ
Vinkmag ad

মুসলিমদের জন্য পাঁচ ফরজের (আবশ্যক) একটি হজ পালন। এই হজ পালনের উদ্দেশেই চলমান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন বাংলাদেশের তারকা ব্যাটার মুশফিকুর রহিম। ইংল্যান্ডের আদিল রশিদও একই কারণে মিস করছেন ভারতের বিপক্ষে সাদা বলের সিরিজ।

৩৪ বছর বয়সী আদিল রশিদ চলতি বছরের শুরুতেই মনস্থ করেন যে এবারের হজে তিনি যাবেন। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ও কাউন্টি ক্লাব ইয়র্কশায়ার তার ছুটি মঞ্জুর করেছে।

আদিল রশিদ মধ্যপ্রাচ্যের উদ্দেশে উড়ে যাবেন শনিবার, হজ পালন শেষে ফিরবেন জুলাইয়ের মাঝপথে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সীমিত ওভারের সিরিজে থাকতে পারবেন তিনি।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে আদিল রশিদ বলেন, ‘আমি দীর্ঘদিন ধরেই হজ পালনের চেষ্টায় ছিলাম, তবে সময় ঠিকঠাক মিলছিল না। এই বছরে আমার মনে হয়েছে এবারই করতে হবে, যেটা আমি আসলেই করতে চাই।’

‘আমি ইসিবি ও ইয়র্কশায়ারের সঙ্গে কথা বলেছি এবং তারা আমার অবস্থান বুঝেছে এবং আমাকে উৎসাহ দিয়েছে। আমাকে বলেছে, ‘তোমার যেটা করতে হবে সেটা তুমি করো, যখন ফিরে আসতে পারবে আসো।’ আমি ও আমার স্ত্রী যাবো এবং সেখানে কয়েক সপ্তাহ থাকবো।’

আদিল রশিদ যোগ করেন, ‘এটা একটা দারুণ মুহূর্ত। প্রত্যেক বিশ্বাসীর ভিন্ন ভিন্ন বিশ্বাস আছে। ইসলামে মুসলমানের জন্য হজ বড় এক ইদাবত। এটা আমার বিশ্বাস ও আমার জন্য অনেক বড় কিছু। আমি জানতাম আমাকে এটা তরুণ অবস্থায় সুস্থ থাকা অবস্থায় করতে হবে। আমি এটাতে নিজের সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে আমি করবই।’

৯৭ ডেস্ক

Read Previous

বাংলাদেশের বিপক্ষেই সুযোগ পাচ্ছেন সরফরাজ খান

Read Next

শরিফুল-এবাদতের ক্যারিয়ার সেরা ইনিংস, বাংলাদেশের ২৩৪

Total
1
Share